Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুলাই, ২০১৯ ০০:৪৯

বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনায় নিহতরা হলেন ওই এলাকার কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০)। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। নিহতদের স্বজনরা জানান, বাড়ির পাশের পাট খেতের ভিতরে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। খেতে পাট তুলতে গিয়ে প্রথমে মমতাজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে কামালও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মন্তব্য