সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

নাশকতার মামলা

নীলফামারী প্রতিনিধি

সন্ত্রাস ও নাশকতার মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির ৩০ নেতা-র্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী।  জেলা জজ আদালতের পিপি অক্ষ্ময় কুমার রায় জানান, আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ডিমলা থানা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ডিমলা থানার ওসি জানান, খালিশা চাপানী ইউনিয়নে আসামিরা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করেছিল।

 জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসামিপক্ষের আইনজীবী আল মাসুদ চৌধুরী বলেন, ‘নেতা-কর্মীদের হয়রানির জন্য এই মামলা করা হয়েছে।’

সর্বশেষ খবর