রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পশুর হাটে মাঝারি গরুর চাহিদা বেশি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

পশুর হাটে মাঝারি গরুর চাহিদা বেশি

কুমিল্লা সদর উপজেলার দুতিয়ার দিঘিরপাড় পশুর হাট -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার বাজারে দেশীয় জাতের মাঝারি সাইজের পশুর চাহিদা বেশি। মাঝারি আকারের পশু ৭০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হয়েছে।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজার,টিক্কারচর ব্রিজের মাথার বাজার, আমড়াতলী ইউনিয়নের দুতিয়ার দীঘিরপাড়,ভরাসার বাজার, বুড়িচং উপজেলার ছয়গ্রাম,বাবুর বাজার, আদর্শ সদর উপজেলার গোমতী বেড়িবাঁধে চাঁনপুর বাজার, নগরীর চকবাজার পশুরহাট  ঘুরে এ তথ্য জানা যায়। এদিকে নগরীর বাখরাবাদ ও নেউরায় সড়কের উপর গরুর হাট বসেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

চাঁনপুর পশুর হাটের বিক্রেতা আজমল হোসেন জানান, হাটে মাঝারি আকারে পশুর চাহিদা বেশি। তবে দাম মোটামুটি সন্তোষজনক। তবে দামের বিষয়টি সন্তোষজনক এই বিষয়টি মানতে নারাজ পশু কিনতে আসা ব্যাংকার আবদুস সালাম। তিনি বলেন,এ বছর সরবরাহ ভালো হলেও পশুর দাম অন্যান্যবারের তুলনায় একটু

বেশী মনে হচ্ছে। তিনি একটি লাল রংয়ের গরু কিনেছেন ৯৫ হাজার টাকায়। তিনি জানান, গত বছর এই আকৃতি ও রংয়ের গরু কিনেছেন ৭০ হাজার টাকায় । কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, কুমিল্লা সদর উপজেলার গরু বাজারের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।

 

সর্বশেষ খবর