শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সড়কে জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ

নেত্রকোনা প্রতিনিধি

সড়কে জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ

সংস্কারের তিন মাস যেতে না যেতেই আবারও খানাখন্দে বেহাল হয়ে পড়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শহরের প্রধান সড়কটি। বাজারের স্টেশন রোড, জামতলা ও থানা রোডে সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে একাকার হয়ে যায়। তখন এ সড়কে হেঁটে চলাচলও কষ্টকর হয়ে যায়। গর্তের ভিতরে পা পড়ে দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

উপজেলা সদরে ঢোকার বিকল্প রাস্তা না থাকায় স্কুল-কলেজে যেতেও এই সড়কটি ব্যবহার করতে হয়। ফলে বাজারের দিন সড়কটিতে চলাই মুশকিল। ভুক্তভোগীরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারের গাফিলতির কারণে সড়কটির মেরামত বা সংস্কার কাজ সঠিকভাবে হয়নি। এ কারণে মেরামতের তিন মাস যেতে না যেতেই আবার সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়। ভুক্তভোগীরা উপজেলার প্রাণকেন্দ্রের একমাত্র সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন জানান, পরিষদের সভায় বিষয়টি উত্থাপন করা হবে।

সর্বশেষ খবর