শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসা সহায়তায় স্কুল ফান্ডের টাকা না পেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা আঞ্জুমান সরকারি আদর্শ স্কুলের এক শিক্ষার্থীর চিকিৎসার জন্য স্কুল ফান্ডের টাকা না পেয়ে বিক্ষোভ করেছে সহপাঠীরা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্কুল সূত্র জানায়, স্কুলের নবম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ রাফির চিকিৎসার জন্য গত দুদিন ধরে চাঁদা উঠাচ্ছে তার স্বজন ও সহপাঠীসহ শিক্ষার্থীরা। শিক্ষক ও শিক্ষার্থীরাও কিছু টাকা তুলে বুধবার রাফির বাবাকে দেন। গতকাল শিক্ষার্থীরা স্কুলের ফান্ড থেকে আরও এক লাখ টাকা দাবি এবং প্রত্যয়নপত্র চাইলে কর্তৃপক্ষ দিতে অসীস্কৃতি জানায়। এতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। স্কুলের প্রধান শিক্ষক আকলিমা খাতুন জানান, স্কুলের ফান্ড থেকে ১০ হজার টাকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি একলাখ টাকা। এত টাকা তিনি একা দিতে পারবেন না।

সর্বশেষ খবর