মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাস-ট্রাকের ধাক্কায় মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

বিভিন্ন স্থানে সড়কে আরও সাত প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় বাস-ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া সাত জেলায় সড়কে প্রাণ গেছে আরও সাতজনের। গত দুই দিনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

কুমিল্লা : কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুরে রবিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রবজা (৭) কুমিল্লা নগরীর অশোকতলার মকবুল হোসেনের মেয়ে। বাকি একজন পুরুষ এবং একজন মহিলার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। তাদের সবার শরীরের ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি চান্দিনা বাস স্টেশন থেকে ময়নামতি ক্যান্টনমেন্ট রুটে চলাচল করতো। যাত্রীদের অধিকাংশই চান্দিনায় মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন। নীলফামারী : সৈয়দপুর শহরের ধলাগাছ এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় মোমেনা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মোমেনা কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী। রংপুর : নগরীর দমদমা এলাকায় রবিবার দুটি বাসের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন ২৮ যাত্রী। দিনাজপুর : চিরিরবন্দরে পিকআপের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সুবাস চন্দ্র রায় নিহত ও চালক আহত হয়েছে। নিহত সুবাস (৩৬) বিরামপুর উপজেলার পীতশ্বর গ্রামের কুমোদ চন্দ্র রায়ের ছেলে। খুলনা : মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে নজরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তিনি বাগেরটের ফকিরহাট থানায় কর্মরত ছিলেন। শেরপুর : জেলা শহরের নৌহাটা এলাকায় রবিবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজুল হক নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নরসিংদী : মাধবদীতে গতকাল ট্রাকচাপায় অসিত ভৌমিক (৫৫) নামে টেক্সাইল মিলের এক সহকারী ম্যানেজার নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ট্রাকচাপায় সজীব মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। সজিব সদর উপজেলার কাছাইট গ্রামের মুর্তুজ আলীর ছেলে।

সর্বশেষ খবর