বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হিলিতে প্রতিদিনের যানজটে দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি পৌর এলাকায় প্রতিদিনই তীব্র যানজট থাকে। হিলি সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশে প্রবেশে অপ্রশস্ত সড়কের কারণে স্থলবন্দর হিলিতে এ যানজট। এছাড়াও হিলিতে বাংলা ট্রাকের কোনো টার্মিনাল নেই। সেই সঙ্গে বাইপাস কোনো সড়কও নেই, যে পথ দিয়ে অন্য যানবাহনগুলো চলাচল করতে পারে। ফলে যানজট নিত্যদিনই থাকে।

যানজটের কারণে সঠিক সময় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে পারছে না। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। যানজটের কারণে একদিকে যেমন আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশীদ হারুন জানান, রোডস অ্যান্ড হাইওয়ে এরই মধ্যে তারা পরিকল্পনা করছে। রাস্তা বর্ধিতকরণের জায়গা অধিগ্রহণও শুরু হবে। সড়কটি বর্ধিত হলে আশা করি যানজট নিরসন হবে। তবে স্থলবন্দরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত করা হলে ও অন্য সড়কগুলো মেরামত করলে সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, এখানে একটি ট্রাক টার্মিনাল এবং একটি বাইপাস সড়ক হলেও যানজট আর থাকবে না।

সর্বশেষ খবর