মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ে তিন দিনের কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে অন্যায়ভাবে লাঞ্ছনা, নিগ্রহ ও হুমকি প্রদানের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন। গতকাল দুপুরে শিক্ষকরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ কর্মবিরতির ঘোষণা দেন। মানববন্ধন কর্মসূচিতে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. শাজাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকরা জানান, বিগত সময়ে (বিশেষ করে ভিসি বিরোধী আন্দোলন পরবর্তী) শিক্ষক নিগ্রহের সুবিচার না হওয়ায় ক্রমাগতভাবে শিক্ষকদের উপর নিগ্রহ অব্যাহত আছে।

সর্বশেষ খবর