সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
কুবির প্রথম সমাবর্তন আজ

ক্যাম্পাস সেজেছে বিয়েবাড়ির সাজে

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ক্যাম্পাস সেজেছে বিয়েবাড়ির সাজে

প্রতিষ্ঠার ১৩ বছর পর কুমিল্লা বিশ^বিদ্যালয়ে (কুবি) আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম সমাবর্তন। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। সমাবর্তনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর পুরো ক্যাম্পাস। গতকাল অনুষ্ঠিত হয়েছে সমাবর্তনের মহড়া। গাউন ও ক্যাপ পরে সেলফি ও ছবি তোলায় ব্যস্ত ছিলেন সাবেক শিক্ষার্থীরা। কেউ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মধুর স্মৃতিচারণে মেতে উঠেন। কেউবা ক্যাম্পাস সংলগ্ন দোকানদার ও পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আনন্দে কেঁদে ফেলছেন কেউ কেউ। এদিকে সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনে লাগানো হয়েছে বাহারি ফুল গাছ। ফুলে ফুলে ক্যাম্পাস সেজেছে বিয়েবাড়ির সাজে। সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ করা হয়েছে পাঁচ হাজার মানুষ ধারণের প্যান্ডেল। সমাবর্তনে দুই হাজার ৮৮৮ গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হবে। যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী এক হাজার ২২২ এবং ¯œাতকোত্তর ডিগ্রিধারী এক হাজার ৬৬৬ জন।

এছাড়া শিক্ষায় অসামান্য অবদানের জন্য ১৪ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেবেন রাষ্ট্রপতি। উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রথমবার এতবড় আয়োজন করাটা চ্যালেঞ্জের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

সর্বশেষ খবর