মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অজ্ঞাত ভাইরাস নয় খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

পাবনা প্রতিনিধি

অজ্ঞাত ভাইরাস নয় খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

‘অজ্ঞাত ভাইরাসে নয়, খাদ্যে বিষক্রিয়ায় পাবনায় দুই বোনের মৃত্যু’ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইইডিসিআর’র অনুসন্ধান দল গতকাল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। পাবনার ফরিদপুরে আকস্মিক অসুস্থতায় সাথী খাতুন (১৪) ও বিথী খাতুন (১০) নামে দুই বোনের মৃত্যুর ঘটনা তদন্তে গতকাল মাঠে নামে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অনুসন্ধান দল। এ দিন দুপুরে ফরিদপুর উপজেলার কালিকাপুর গ্রামে সাথী ও বিথীর বাড়ি যান তারা। এ সময় পাবনার সিভিল সার্জন ও ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন। তদন্ত দলের সদস্যরা মৃত দুই বোনের বাবা-মা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন খাদ্য বিষক্রিয়ায় ওই দুই বোনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে শুরু করে দুই বোন সাথী ও বিথী। বৃহস্পতিবার দিবাগত রাতে সাথী এবং পরদিন রাতে হাসপাতালে বিথীর মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর