মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কুমিল্লা-কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুজন নিহত

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা ও কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও র‌্যাব দাবি করেছে, নিহত দুজনই ডাকাত। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। কুমিল্লা  প্রতিনিধি জানান, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম নামে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিম সিং এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল আমিন নামে ডাকাতি মামলার আসামি নিহত হয়েছেন। গতকাল ভোররাত ৩টার দিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন নুরালীপাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে। র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লে. মির্জা শাহেদ মাহতাব জানান, র‌্যাবের একটি আভিযানিক দল সাঁড়াশি অভিযানে যায়। এ সময় পাহাড়ে অবস্থান করা ৬-৭ জন সশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‌্যাবের ল্যান্স নায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মো. সোহেল আহত হন। এরপর র‌্যাব পাল্টা গুলিবর্ষণ করলে দুর্বৃত্তরা পাহাড়ের ভিতরে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ ডাকাত দলের প্রধান নুরুল আমিনকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি পশ্চিম লেদা নুরালীপাড়া এলাকার মকতুল হোসেনের ছেলে। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ, ৩টি খালি খোসা, নগদ ১শ টাকাসহ মানিব্যাগ, ১টি মোবাইল, মিয়ানমারের ১১টি এবং ১টি দেশীয় সিমকার্ড ও মোবাইল জব্দ করা হয়।

সর্বশেষ খবর