শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ পরিকল্পনা রয়েছে’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। সড়ক, সেতুসহ বিভিন্ন কিছু উন্নয়ন বাস্তবায়ন করেছে। পাহাড়ের অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার ওপর বিশেষ জোর দিয়েছে সরকার। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিগোষ্ঠীর জন্য নিজ নিজ মাতৃভাষায় পড়ালেখার সুযোগ করে দেওয়া হয়েছে।’ তিনি এ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহবান জানান।

রাঙামাটি মাস্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। এসএম শামশুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, রুপসী দাশ গুপ্ত, আশিষ দাশ গুপ্ত প্রমুখ।

সর্বশেষ খবর