রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাগরে হারিয়ে যাওয়া কিশোরকে পাঁচ মাস পর ফেরত দিল বিএসএফ

বেনাপোল প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে হারিয়ে যাওয়া বাংলাদেশি কিশোর ইমরান খানকে (১৫) প্রায় পাঁচ মাস পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যদের কাছে শুক্রবার রাতে তাকে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোর ইমরান বরগুনার পাথরঘাটা উপজেলার চরদানি গ্রামের ইসমাইল খানের ছেলে।

বিজিবি জানায়, ইমরান ২০১৯ সালের ২৮ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে হারিয়ে যায়। ৩ সেপ্টেম্বর ভারতীয় জেলেরা তাকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে শুক্রবার রাতে তাকে দেশে ফেরত আনা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ইমরানকে তার পরিবারে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর