সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ সব দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ বাসযাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শাপলা খাতুন (২৭)। তিনি গাইবান্দার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী। আহতদের মধ্যে ১৯ জনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোর : ট্রাকের ধাক্কায় সিংড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুর রহমান মিঠু নিহত হয়েছেন। নাটোর-বগুড়া মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রামের বনপাড়ায় ইজিবাইক চাপায় রেইসী রোজারিও (৪) নামে এক শিশু ও গোপালপুর রাজাপুরে ট্রাকচাপায় মামুন (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ : মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার সুনামগঞ্জ আমবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পাভেল (১৭) ও সোহাগ (১৬)। তারা সদর উপজেলার মাইজবাড়ি এলাকার বাসিন্দা। নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলার বাইপাস সড়কে গতকাল সকালে বাসের ধাক্কায় শাহাবুদ্দিন নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শাহাবুদ্দিন সোনাইমুড়ী পৌরসভার আব্দুল মোতালেবের ছেলে। শেরপুর : ঝিনাইগাতীতে ট্রাকের ধাক্কায় মারা গেছেন মোবারক হোসেন নামে এক রিকশাচালক। মোবারক নালিতাবাড়ীর রাজনগর গ্রামের আব্দুল গনির ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে শনিবার রাতে অটোরিকশাচাপায় তাহসিন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের তারেক মিয়ার ছেলে। লালমনিরহাট : আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় নুরনবী নামে এক যুবক নিহত হয়েছেন। নুরনবী পলাশী ইউনিয়নের মনদপুর গ্রামের ইছার আলীর ছেলে ও দুহুলী টেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন। সাতক্ষীরা : সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির। কুমিল্লা : চান্দিনা উপজেলার মহিচাইল-বাড়েরা সড়কের ভারভাঙ্গা এলাকায় গতকাল ট্রাকচাপায় আহত হন ইমরান নামে এক যুবক। কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমরান চান্দিনার উত্তর পাড়ার মনু মিয়ার ছেলে। একই গ্রামের শিউলি আক্তারের সঙ্গে গত শুক্রবার তার বিয়ে হয়েছিল। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় সেন্টু মিয়া সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংককলোনী এলাকার তারা মিয়া সরকারের ছেলে।
শিরোনাম
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
সড়কে ঝরল ১৫ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর