বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসন্তের বৃষ্টিতে জনদুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি

বসন্তের বৃষ্টিতে জনদুর্ভোগ

গতকাল বৃষ্টির সময় কুমিল্লা নগরীর চিত্র

কুমিল্লায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বসন্তের এই বৃষ্টিতে প্রকৃতিতে সতেজতা ফিরলেও সাধারণ মানুষ পড়েছেন দুর্ভোগে। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া বৃষ্টি গতকালও অব্যাহত ছিল। বৃষ্টির কারণে প্রায় চলে যাওয়া শীতও আবার অনুভূত হচ্ছে। বৃষ্টিতে ধুয়েমুছে পরিচ্ছন্ন হয়ে উঠেছে কুমিল্লার সড়ক ও গাছপালা। প্রকৃতিতে ফিরেছে স্নিগ্ধতা। এদিকে বৃষ্টিতে শিক্ষার্থীদের কাকভেজা হতে হয়েছে। যানবাহন সংকটে সাধারণ মানুষকে গুনতে হয়েছে দ্বিগুণ ভাড়া। কুমিল্লার অফিস-আদালত পাড়ায় লোকজনের উপস্থিতি কম ছিল। নগরীর জনবহুল কান্দিরপাড়, রাজগঞ্জ এলাকায় তেমন শোনা যায়নি ফেরিওয়ালাদের হাঁকডাক। টাউনহলের সামনে ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতাদের পলিথিন মুড়ি দিয়ে বসে থাকতে দেখা যায়। একই অবস্থা রাজগঞ্জের ফল বিক্রেতাদেরও। টাউনহল গেটে বসে থাকা দিনমজুর শোয়েব মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে তাদের কাজ মেলেনি। বসে আছেন শ্রম বিক্রি হওয়ার আশায়।’ কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভূইয়া জানান, পশ্চিমা লঘুচাপের কারণে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃহস্পতিবার বৃষ্টি থেকে কমে আসবে। শুক্রবার থেকে আবহাওয়া থাকবে স্বাভাবিক।

সর্বশেষ খবর