বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খোলা বাজারে চাল আটা বিক্রি

বাগেরহাট প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া বাগেরহাট পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করেছে খাদ্য বিভাগ। বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় গতকাল খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার। খোলা বাজার থেকে একেকটি পরিবার প্রতিদিন ১৮ টাকা কেজি দরে পাঁচ কেজি আটা এবং ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতিদিন প্রত্যেক ডিলারকে এক মেট্রিক চাল ও এক মেট্রিকটন আটা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাট পৌরসভার বাসাবাটি দাশপাড়ার মোড়, পূর্ব বাসাবাটি, নাগেরবাজার, কাজীবাড়ির কলবাড়ি এলাকায় একযোগে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করে খাদ্য বিভাগ। বাগেরহাট পৌরসভার পাঁচটি কেন্দ্রের মাধ্যমে এই খাদ্যপণ্য বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর