২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে রোগী ভর্তি অনেক কমেছে। আউটডোরেও রোগী আসছে কম। এখনও এ জেলায় করোনা রোগী শনাক্ত না হলেও হাসপাতালটিতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট অন্যদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামও রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এখানে চিকিৎসকের ৫৩টি পদ রয়েছে, যার মধ্যে ৯টি খালি। বাকি ৪৩ চিকিৎসকের মধ্যে দুজন অসুস্থতার কারণে ছুটিতে আছেন। অন্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। হাসপাতালটি যশোর মেডিকেল কলেজের ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হয়, সে কারণে মেডিকেল কলেজের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, লেকচারার মিলিয়ে ৯০ জন চিকিৎসক এখানে ক্লিনিক্যাল প্রাকটিস করেন। সবমিলিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নেই। করোনা পরিস্থিতি আরও খারাপ হলে সেনাবাহিনী যশোরে যে অস্থায়ী হাসপাতাল নির্মাণের প্রস্তুতি নিয়ে রেখেছে, সেখানেও এ হাসপাতাল থেকে চিকিৎসক পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় বলেন, রবিবার বিভিন্ন রোগে আক্রান্ত ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আউটডোরেও নিয়মিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে এ সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ কম। তত্ত্বাবধায়ক বলেন, করোনা রোগী চিকিৎসার জন্য ডাক্তার, নার্স ও অন্যদের যেসব নিরাপত্তা সরঞ্জাম দরকার, তা পর্যাপ্ত আছে। ফলে করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী এলে তাদের চিকিৎসা দিতে এখন কোনো সমস্যা নেই। রোগী কম আসার কারণ সম্পর্কে এ কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকে হাসপাতালে ভর্তি থাকতে আগ্রহ দেখাচ্ছেন না। যানবাহন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে রোগী আসতে পারছেন না। যেসব রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা করানো সম্ভব তাদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হতে অনুৎসাহিতও করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে কিছু জায়গায় ডাক্তাররা রোগী দেখতে অনীহা প্রকাশ করছেন বলে অভিযোগের বিষয়ে দিলিপ কুমার বলেন, যশোর জেনারেল হাসপাতালে এরকম ঘটনাও নেই। বেসরকারি হাসপাতালগুলোতে যদি কেউ রোগী না দেখেন তাহলে-তো আমাদের কিছু বলার এখতিয়ার নেই।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে