মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে কমেছে ভর্তি

যশোরে এখনো শনাক্ত হয়নি করোনা

নিজস্ব প্রতিবেদক, যশোর

২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে রোগী ভর্তি অনেক কমেছে। আউটডোরেও রোগী আসছে কম। এখনও এ জেলায় করোনা রোগী শনাক্ত না হলেও হাসপাতালটিতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট অন্যদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামও রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এখানে চিকিৎসকের ৫৩টি পদ রয়েছে, যার মধ্যে ৯টি খালি। বাকি ৪৩ চিকিৎসকের মধ্যে দুজন অসুস্থতার কারণে ছুটিতে আছেন। অন্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। হাসপাতালটি যশোর মেডিকেল কলেজের ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হয়, সে কারণে মেডিকেল কলেজের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, লেকচারার মিলিয়ে ৯০ জন চিকিৎসক এখানে ক্লিনিক্যাল প্রাকটিস করেন। সবমিলিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নেই। করোনা পরিস্থিতি আরও খারাপ হলে সেনাবাহিনী যশোরে যে অস্থায়ী হাসপাতাল নির্মাণের প্রস্তুতি নিয়ে রেখেছে, সেখানেও এ হাসপাতাল থেকে চিকিৎসক পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় বলেন, রবিবার বিভিন্ন রোগে আক্রান্ত ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আউটডোরেও নিয়মিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে এ সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ কম। তত্ত্বাবধায়ক বলেন, করোনা রোগী চিকিৎসার জন্য ডাক্তার, নার্স ও অন্যদের যেসব নিরাপত্তা সরঞ্জাম দরকার, তা পর্যাপ্ত আছে। ফলে করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী এলে তাদের চিকিৎসা দিতে এখন কোনো সমস্যা নেই। রোগী কম আসার কারণ সম্পর্কে এ কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকে হাসপাতালে ভর্তি থাকতে আগ্রহ দেখাচ্ছেন না। যানবাহন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে রোগী আসতে পারছেন না। যেসব রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা করানো সম্ভব তাদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হতে অনুৎসাহিতও করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে কিছু জায়গায় ডাক্তাররা রোগী দেখতে অনীহা প্রকাশ করছেন বলে অভিযোগের বিষয়ে দিলিপ কুমার বলেন, যশোর জেনারেল হাসপাতালে এরকম ঘটনাও নেই। বেসরকারি হাসপাতালগুলোতে যদি কেউ রোগী না দেখেন তাহলে-তো আমাদের কিছু বলার এখতিয়ার নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর