শিরোনাম
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ না পেয়ে চেয়ারম্যান মেম্বারের অপসারণ দাবি

গাইবান্ধা প্রতিনিধি

ত্রাণ না পেয়ে চেয়ারম্যান মেম্বারের অপসারণ দাবি

গাইবান্ধায় মানববন্ধন করেন ত্রাণবঞ্চিত অসহায় মানুষ -বাংলাদেশ প্রতিদিন

করোনা দুর্যোগে অসহায় লোকজন ত্রাণ না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের অপসারণ দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছেন। গাইবান্ধার কুপতলা ইউনিয়নের লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কে গতকাল এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৫ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা জানান, করোনাভাইরাসের দেড় মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত তারা এক কেজি চালও ত্রাণ পাননি। রাজশাহীতে মানববন্ধন : রাজশাহীতে খাদ্যসামগ্রীর দাবিতে মানববন্ধন করেছে অটোরিকশা চালকরা। মহানগরীর দাসপুকুর এলাকায় গতকাল এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে তারা বলেন, লকডাউনের ফলে অটোরিকশা বন্ধ আছে। চালকরা কর্মহীন হয়ে পড়েছেন।

এক মাস ধরে চলছে এ অবস্থা। পরিবারের সদস্যদের নিয়ে তারা কষ্টে দিন পার করছেন।

সর্বশেষ খবর