চাঁদপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে গতকাল বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক স্কুলছাত্র এবং একজন কৃষক রয়েছেন। প্রতিনিধিদের খবর- চাঁদপুর : সদর উপজেলার ঢালীরঘাটে ডাকাতিয়া নদীতে নৌকায় যাত্রী নিয়ে পার হওয়ার সময় বজ্রপাতে হামিদ শেখ (৬০) নামে মাঝি নিহত হয়েছেন। গতকাল দুপুরে বজ্রাঘাতে নৌকা থেকে তিনি পানিতে ডুবে যান। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে। নিহত হামিদ চাঁদপুর পৌরসভার মধ্য ইচলী গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামে মাঠে গতকাল দুপুরে বজ্রপাতে নান্নু মিয়া (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি কৃষি কাজ করছিলেন। নান্নু চাকুলিয়া গ্রামের আনারুল হকের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু জানান, নান্নু গ্রামের গাছান মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঝিনাইদহ : মহেশপুর উপজেলায় বজ্রপাতে ইমন হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নাটিমা পাখিতলা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও কুরিপোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। প্রতিবেশী আলমগীর জানান, গতকাল দুপুরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায় ইমন। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।