করোনাভাইরাস প্রতিরোধে প্রায় একমাস যাবত দেশে অঘোষিত লকডাউন চলছে। কর্মহীন হয়ে পড়েছে সবাই। ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাস্তায় জনসমাগম কমেছে। কর্মহীন মানুষগুলো ঘরে বন্দী রয়েছে। আয় উপার্জন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ অবস্থায় চরম দুর্বিষহ জীবনযাপন করছেন সাধারণ মানুষ। বিশেষ করে ভিক্ষুক-ছিন্নমূল, বিধবা ও দরিদ্র শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবনপান করছে। কোনো কোনো পরিবার একবেলা খেয়ে জীবনযাপন করছে। বেলকুচি-চৌহালীতে ত্রাণ নিয়ে দ্বারে দ্বারে লতিফ বিশ^াস : এদিকে বেলকুচি-চৌহালী আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মৎস্য মন্ত্রী আব্দুল লতিফ বিশ^াস ত্রাণ নিয়ে এলাকায় এলাকায় ছুটে বেড়াচ্ছেন। নিজ হাতে তুলে দিচ্ছেন ত্রাণসামগ্রী। স্বজনদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৭২ বছর বয়সী এই মানবপ্রেমী যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বেলকুচি-চৌহালীর বিভিন্ন গ্রামে ছুটে যাচ্ছেন। কর্মহীন মানুষকে নানাভাবে সহায়তা করছেন। উদ্দেশে একটাই বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বুকে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখা। সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ^াস এ পর্যন্ত ৩০ হাজার লিফলেট ও ১২ হাজার সাবান ও মাস্ক বিতরণ করেন। ১১ এপ্রিল থেকে জেলা পরিষদ ও নিজ উদ্যোগে চাল বিতরণ শুরু করেন। এর পর ক্রমান্বয়ে বেলকুচি পৌরসভা, বেলকুচি সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা কর্মহীন মানুষের মধ্যে জেলা পরিষদ, রেডক্রিসেন্ট ও ব্যক্তিগত উদ্যোগে নিজ হাতে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ ছাড়াও প্রতিদিন নিজ বাড়িতে যেসব মানুষ সহায়তার জন্য আসেন প্রত্যেককে নিজের অর্থায়নে ৫ কেজি করে চাল প্রদান করে যাচ্ছেন।