নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে জোনায়েদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মরদাসাদী গ্রামে এ ঘটনা ঘটে। জোনায়েদ ওই গ্রামের ছগির আহমেদের ছেলে। জানা গেছে, জোনায়েদ সকাল থেকে নিখোঁজ ছিল। দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।