সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দিনাজপুরে কভিড-১৯ শনাক্তের মেশিন চালু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর অঞ্চলের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কার্যক্রম এম আবদুর রহিম মেডিকেল কলেজে চালু হয়েছে। গতকাল দুপুরে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এই পলিমার চেইন রিঅ্যাকশন (আর টি-পি সি আর) ল্যাব স্থাপন করায় প্রতিদিন ৯৪টি ও ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে।  এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই পিসিআরের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর জেলা তথা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর আক্রান্তদের নমুনা পরীক্ষা দ্রুত করা হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই পিসিআর মেশিন বসানোর কারণে দিনাজপুরসহ ৪টি জেলার মানুষ এ সুবিধা পাবেন।

সর্বশেষ খবর