হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর বাস্তবায়নে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। বন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা ‘কম’ নির্ধারণ নিয়ে এই জটিলতা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা যথাযথ মূল্য না পেলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের বাসিন্দা লকুজ মিয়া। ১০-১৫ বছর আগে সীমান্ত এলাকায় পাঁচ শতক জমি কিনে বাড়ি তৈরি করেন তিনি। বাল্লা স্থলবন্দর নির্মাণে ব্যবহার করা হবে তার বাড়ির জায়গা। ভূমি অধিগ্রহণের কাজে বাল্লা সীমান্তে যাওয়া সরকারি কর্মকর্তারা তাকে আশ্বাস দেন আপনাকে সরকার তিনগুণ টাকা দেবে। এই আশ্বাসে তিনি অপেক্ষায় থাকেন সরকারের কাছ থেকে টাকা পাওয়ার। কিন্তু সরকারিভাবে তার বড়ির জমির যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার চেয়ে অনেক বেশি দামে সেখানে বিক্রি হয় ভূমি। শুধু লকুজ মিয়াই নয়, বাল্লা বন্দরের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে এমন দুই শতাধিক মালিকের এখন মাথায় হাত। তারা যথাযথ ক্ষতিপূরণ না পেলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, বাল্লা স্থলবন্দরের জায়গার সরকারি নিয়ম অনুযায়ী দাম নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। টাকা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ সীমান্তের বাল্লা স্থলবন্দরটি ১৯৫১ সালে চার দশমিক ৩৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। কিন্তু বন্দরের কোনো অবকাঠামো না থাকায় এ স্থান দিয়ে খোয়াই নদী হেঁটে পার হয়ে ও নৌকায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য চলছে। এখানে রয়েছে চেকপোস্টসহ সীমান্ত ঘাঁটি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ব্যবসায়ীদের একটি পক্ষ বাল্লা বন্দরের দুই কিলোমিটার পশ্চিমে কেদারাকোট নামক স্থানে বাল্লা স্থলবন্দর স্থাপনের চেষ্টা করেন। ২০১২ সালের ১১ জুন কেদারাকোটে বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলা-ভারত বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে বাল্লা বন্দর প্রতিষ্ঠায় ঐকমত্য পোষণ করে দুই দেশ।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
বাল্লা স্থলবন্দর বাস্তবায়নে জটিলতা
আন্দোলনের হুমকি ভূমি মালিকদের
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর