বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
মা-মেয়েকে বেঁধে নির্যাতন

চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া উপজেলার হারবাং পহরচাঁদা এলাকায় মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে স্বতঃপ্রণোদিত মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আটজনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। বুধবার আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়া হলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব চেয়ারম্যান মিরানুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, গত ২১ আগস্ট মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের দৃশ্য ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। এ ঘটনায় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলামকে।

সর্বশেষ খবর