শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাষাশহীদ রফিকের বাড়ির সামনে গুচ্ছগ্রাম তৈরির প্রতিবাদ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমদের বাড়ির সামনে গুচ্ছগ্রাম তৈরির প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এর অংশ হিসেবে গতকাল মানববন্ধন করেন শহীদ রফিকের পরিবারের সদস্য ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন শহীদ রফিকের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মেজ ভাই আবদুর রশিদের ছেলে আবদুর রউফ প্রমুখ।

 স্থানীয় বলধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, কাতারপ্রবাসী আরিফুর রহমান জিন্নত প্রমুখ।

 বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বলেন, ‘আমার বড় ভাই ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আমি, আমাদের ভাইসহ পরিবারের আটজন সদস্য মুক্তিযোদ্ধা। অথচ আমাদের পরিবার সব সময় নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। শহীদ রফিকের নিজবাড়িতে শহীদ মিনার হওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছিল। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সেখানে শহীদ মিনারটি নির্মিত হয়। এখন শহীদ রফিকের বাড়িতে কিংবা সেই শহীদ মিনারে প্রবেশের পথে বাড়ির সামনে নির্মাণ হচ্ছে গুচ্ছগ্রাম। এখানে গুচ্ছগ্রাম হলে শহীদ রফিকের বাড়িটি ঢাকা পড়ে যাবে। আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর পত্র দিয়েছি। কিন্তু গুচ্ছগ্রাম নির্মাণের কাজ চলমান রয়েছে। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে সেখানে গুচ্ছগ্রামের পরিবর্তে শহীদ রফিকের নামে একটি শিশু পার্ক করা হয়।’

আবদুর রউফ বলেন, ‘আমরা শহীদ রফিকের পরিবারের সদস্য। আমাদের বাড়ির মোট জমি ৩৮ শতাংশ। এর মধ্য থেকে ৩ শতাংশ শহীদ মিনার নির্মাণের জন্য দেওয়া হয়েছে। অবশিষ্ট জমির ওপর শহীদ রফিকের নামে একটি ফাউন্ডেশন করার কাজ চলছে। বর্তমানে ওই বাড়িতে এখন আমার এক চাচি আর তাঁর সন্তানরা থাকেন। অন্যরা বিভিন্ন এলাকায় বসবাস করে জীবিকা নির্বাহ করেন। আমার বাড়ির সামনে ৫৯ শতাংশ সরকারি খাসজমির ওপর একটি গুচ্ছগ্রাম করা হচ্ছে।’

সর্বশেষ খবর