সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

৩৯২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ৩৯২ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং উপহার দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। রবিবার দুপুরে হালিশহর এলাকার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম  জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিগণ আগত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম জেলার ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।

 একই সঙ্গে ৩০৭ জন বীর মুক্তিযোদ্ধার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা উপহার পৌঁছে দেওয়া হয়।

সর্বশেষ খবর