বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিএনপির মেয়র প্রার্থীর বাড়িতে হামলা, গ্রেফতার ৭

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী রাজু আহম্মেদের বাড়িতে হামলা হয়েছে। এতে আহত হন তিনজন। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এ হামলা চালান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার জানিপুর থানাপাড়ায় এ ঘটনার পরপরই বিএনপি প্রার্থীর ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ খোকসা উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক শিমুল ও উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সিরাজসহ সাতজনকে গ্রেফতার করে। বিএনপি প্রার্থী রাজু আহম্মেদ অভিযোগ করেন, রাত ১০টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলামের ভাতিজা অনীকসহ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৫-২০ জন তার বাড়িতে হামলা চালান। তারা বাড়িতে থাকা নিকটাত্মীয় আবদুর রশীদকে মারধর করে আহত করেন। আহত হন তার দুই ভাবীও। মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার তানভির আরাফাত বলেন, বিএনপি প্রার্থীর বাড়িতে যারা হামলা করেছেন তাদের ধরা হয়েছে। সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর