বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিভিন্ন স্থানে আখচাষিদের বিক্ষোভ সমাবেশ হরতাল

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে আখচাষিদের বিক্ষোভ সমাবেশ হরতাল

পাবনায় বিক্ষোভের সময় সড়কে বসে পড়েন শ্রমিকরা

চিনিকলগুলো এবার আখ মাড়াই করবে না বলে ঘোষণা দেওয়ার পর গতকাল দেশের বিভিন্ন স্থানে আখচাষিরা বিক্ষোভ-সমাবেশ ও আধা বেলা হরতাল পালন করেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রংপুর : রংপুরের শ্যামপুর চিনিকল চালু রাখার দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে গতকাল চিনিকল এলাকায় আধাবেলা হরতাল পালন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতির ডাকা হরতালে সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা  ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমর্থন জানান। সমাবেশে বক্তব্য রাখেন চিনিকল আখচাষি শ্রমিক কর্মচারী সংগঠনের সভাপতি সুলতান মাহামুদ, সাধারণ সম্পাদক বুলু অমিন প্রমুখ। ২৪ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন করা হবে জানানো হয়। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর সুগার মিলসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ মহিমাগঞ্জে হরতাল আহ্বান করা হয়েছে। হরতালের সমর্থনে গতকাল রংপুর সুগার মিল থেকে আখচাষি এবং শ্রমিক-কর্মচারীরা মিছিল বের করেন। মিছিলটি মহিমাগঞ্জ রেলস্টেশন, বাজার এবং স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চলতি মাড়াই মৌসুম শুরু করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিল থেকে। পরে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিস চত্বরে বিক্ষোভ ও প্রধান ফটকের সামনে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষি কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা প্রমুখ। দিনাজপুর : চিনিকল বন্ধ কেন জবাব চাই, শ্রমিক ভাইবোন রাস্তায় কেন, জবাব চাই দিতে হবে, সাদা চিনির দালারেরা হুঁশিয়ার সাবধান- স্লোগানে প্রতিদিনই মুখরিত করে রেখেছেন সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ও আখচাষিসহ হাজারও মানুষ। গতকাল চিনিকলের সামনে বিক্ষোভ মিছিল করে আখচাষিসহ শ্রমিকরা। পাবনা : পাবনায় চিনিকল বন্ধের প্রতিবাদ ও চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ করছেন আখচাষি ও মিলের শ্রমিক-কর্মচারীরা। গতকালও মিলগেটে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কুষ্টিয়া : কুষ্টিয়া সুগার মিলের সহস্রাধিক শ্রমিক-কর্মচারী আর ১৫ হাজার আখচাষি মহাসংকটে পড়েছেন। মিল বন্ধের পর থেকে আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন। গতকাল মিলগেটে অবস্থান ধর্মঘট, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন।

 

সর্বশেষ খবর