সন্ত্রাসী হামলার প্রতিবাদ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে দলীয় নেতা-কর্মীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন ভবেন্দ্রনাথ বিশ্বাস, অহিদুল ইসলাম, আবদুল খালেক হাওলাদার, মতিয়ার রহমান প্রমুখ। -গোপালগঞ্জ প্রতিনিধি
টঙ্গীতে বস্তিতে আগুন
গাজীপুরের টঙ্গী মিলগেট নামাপাড়া এলাকায় বস্তিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী জানায়, নামাপাড়া এলাকার একটি বস্তিতে অগ্নিকা-ের খবর পেয়ে ৫টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে টিনশেডের ১২টি কক্ষ পুড়ে গেছে।
-টঙ্গী প্রতিনিধি