রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ছাঁটাইয়ের প্রতিবাদে রংপুর সুগার মিলের এমডি অবরুদ্ধ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ‘রংপুর সুগার মিলে’র ৯২ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে মিলের এমডি নূরুল কবিরকে গতকাল দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সকাল ১০টা থেকে এমডির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। শ্রমিকদের অভিযোগ, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রজ্ঞাপন পাস কাটিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে  শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। সম্প্রতি আখমাড়াই স্থগিত রাখার সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার হঠাৎ চিনিকলের কারখানা বিভাগের ৯২ জন শ্রমিক-কর্মচারীকে মৌখিক নির্দেশে চাকরিচ্যুতির কথা জানান ব্যবস্থাপনা পরিচালক।

১ জানুয়ারি থেকে তারা কাজে যোগ দিতে পারবেন না বলেও জানান তিনি।

সর্বশেষ খবর