এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় পিঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ার স্বপ্নও দেখতে শুরু করেছিল তারা। দিন যত যাচ্ছে কৃষকের স্বপ্ন ততোই ফিঁকে হচ্ছে। কৃষকের জমিতে পিঁয়াজ পরিপক্ব হলেও দাম না থাকায় তা না তুলে জমিতে ফেলে রেখেছেন। কৃষকদের দাবি পিঁয়াজের দাম ভালো না পেলে আমাদের বিঘাপ্রতি জমিতে ২০-২৫ হাজার টাকা লোকসান গুনতে হবে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী এ বছর মেহেরপুরে প্রায় ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে পিঁয়াজ চাষ করা হয়েছে। খুচরা বাজারে এখন প্রতি কেজি দেশি পিঁয়াজ ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল মেহেরপুর বড় বাজার আড়তে খোঁজ নিয়ে জানা যায়, সুখসাগর কেজিপ্রতি ৭-৮ টাকা ও দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৩-১৬ টাকা দরে। কৃষি বিপণন অধিদফতরের হিসাব অনুযায়ী ‘প্রতিকেজি পিঁয়াজের উৎপাদন খরচ ১৭ টাকা ৩৮ পয়সা। ১ একর জমিতে পিঁয়াজ আবাদে খরচ হয় ৯৭ হাজার ৩৮৩ টাকা। প্রতি একরে ৫ হাজার ৬০ কেজির মতো পিঁয়াজ হয়। ট্যারিফ কমিশন প্রতিকেজি পিঁয়াজে কৃষকের মুনাফা ২০ শতাংশ ধরে কাক্সিক্ষত দর ধরেছে ২১ টাকা।’ সম্প্রতি পিঁয়াজ আমদানি ও দেশের সব জায়গায় একসঙ্গে পিঁয়াজ উঠায় দাম কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। মুজিবনগর উপজেলার পিঁয়াজের ফড়িয়া আব্দুল মতিন বলেন, এখন কৃষক পর্যায়ে দর খুবই কম। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মেহেরপুরে পিঁয়াজের বাম্পার ফলন হয়েছে। চাহিদার তুলনায় জোগান বেশি থাকায় দাম একটু কম। এক্ষেত্রে কৃষকরা ৩-৬ মাস ঘরোয়াভাবে বাঁশের আড়ায় ঝুলিয়ে রেখে পিঁয়াজ সংরক্ষণ করতে পারেন। এছাড়া আমরা আশা করছি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুরের কৃষকদের কথা মাথায় রেখে একটি সংরক্ষণাগার নির্মাণের ব্যবস্থা করবেন। তাহলে চাষিরা যথাসময়ে সেগুলো বিক্রি করে যথাযথ মূল্য পাবেন।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
বাম্পার ফলনেও হাসি নেই পিঁয়াজ চাষিদের
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর