কুষ্টিয়ার খোকসায় সরকারের তিনটি আবাসন প্রকল্পের দেড়শ মিটারের ভিতর থেকে ফসলসহ জমির মাটি কেটে নিচ্ছে বালুমহালের ইজারাদার। এতে আবাসনগুলো নদী ভাঙনের কবলে পড়বে বলে আশঙ্কা প্রকল্পের বাসিন্দাদের। তারা অবিলম্বে এ মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে তারা এরই মধ্যে মানববন্ধন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়েছেন। জানা যায়, গড়াই নদীর ভাঙন এলাকা ওসমানপুর ইউনিয়ন হিজলাবট ও খানপুর মৌজায় হিজলাবট দ্বীপচর আশ্রয়ণ প্রকল্পের অবস্থান। প্রায় দুই যুগ ধরে ১৭০টি পরিবারের এ আবাসনে বসবাস করছেন। এর পূর্বপাশে জেগে ওঠা চরে হিলালপুর গুচ্ছগ্রাম প্রকল্প। এখানেও প্রায় ৫৫টি পরিবার বসবাস করছেন। এবারে মুজিববর্ষের ভূমিহীন ও আশ্রয়হীনদের আবাসন প্রকল্পে ৩০টি পরিবারের জন্য সেমি পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে মোড়াগাছা হেলিপ্যাডের জমিতে। প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় বালুমহালের ইজারাদার প্রথমে নদীর চর থেকে বালি কাটতে শুরু করেন। অপরিকল্পিতভাবে মাটি কাটায় হেলিপ্যাডের ওপর মুজিবর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা মাটির ট্রাক চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ ছাড়া ইজারাদারের লোকেরা আবাসন প্রকল্প ও গুচ্ছগ্রামে যাওয়ার একমাত্র রাস্তার ব্রিজের ১০ মিটারের ভিতর থেকেও শুরু করে ফসলি জমি কাটা। এ নিয়ে ভূমিহীনরা আপত্তি তুলেছেন। তারা নালিশ নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে যান। তবে তাতেও কাজ হয়নি। সম্প্রতি উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের কর্মকর্তারা এলাকা পরিদর্শনের পর ফসলি জমি কাটার মাত্রা চরমে পৌঁছে। দিন-রাত ২৪ ঘণ্টা মাটি কাটার যন্ত্র স্ক্যাবিটার দিয়ে শত শত ট্রাক মাটি কাটা হচ্ছে। ট্রাকে করে এ মাটি পরিবহন করা হচ্ছে মুজিবর্ষের আবাসন প্রকল্পের ওপর দিয়ে। আবাসন ও গুচ্ছ গ্রামের মধ্যে সংযোগরক্ষায় গত বছর ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ২৮ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজ পার হয়েই দ্বীপচরের পূর্বদিকে প্রায় অর্ধশত বিঘা জমিতে ভূমিহীনরা ফসল আবাদ করে আসছেন। এসব জমি পার হয়ে গড়াই নদীর খানপুর হিজলাবট মৌজার বালুমহাল। সম্প্রতি জেলা প্রশাসনের দফতর থেকে ইজারা দেওয়া হয়েছে। এ সুযোগে ইজারাদার এখন বালুমহালে না গিয়ে নদী তীরের কৃষকের ফসলি জমি থেকে মাটিসহ ফসল কেটে বিক্রি করে দিচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ