বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিরামহীন প্রচারণায় প্রার্থীরা

দাউদকান্দি প্রতিনিধি

বিরামহীন প্রচারণায় প্রার্থীরা

কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, করছেন গণসংযোগ, উঠান বৈঠক, চায়ের দোকান, হাট-বাজার ও পাড়া মহল্লায় সর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড়। নির্বাচনকে কেন্দ্র করে দুটি পৌরসভার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পোস্টার আর মাইকিং, লিফলেটে ছেয়ে গেছে দুটি পৌরসভার সমগ্র এলাকায়। ইভিএম পদ্ধতিতে এ দুটি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি রবিবার। এ দুই পৌরসভায় মেয়র পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাউদকান্দি পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী হচ্ছেনÑ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান পৌর মেয়র ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাঈম ইউসুফ সেইন, বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকার ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা নারিকেল গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হোমনা পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হচ্ছেনÑ নৌকার মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুল লতিফ ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি আবদুল হাকিম হাত পাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি পৌরসভায় নৌকার মেয়র প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র ও বিএনপির প্রচারণায় বাধার অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তবে নৌকার দুই প্রার্থী তাদের বিরুদ্ধে প্রচারণায় বাধার যে অভিযোগ এনেছেন তা তারা অস্বীকার করে বলেছেন, আমাদের কর্মী-সমার্থকরা তাদের প্রচার-প্রচারণায় কোনো বাধা দিচ্ছে না। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। দাউদকান্দি পৌর মেয়র প্রার্থী নাঈম ইউসুফ সেইন বলেন, পৌরবাসী যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন আমার উন্নয়নের বাকি অসমাপ্ত কাজগুলো করতে চাই। আমি আশাবাদী দাউদকান্দি পৌরবাসী আমাকেই তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদ সেলিম সরকার বলেন, গণসংযোগ, উঠান, বৈঠকে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয়ের ব্যাপারে আশাবাদী। হোমনা পৌরসভার নৌকার মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আমি বিগত পাঁচ বছরে হোমনা পৌরসভায় অনেক উন্নয়ন করেছি। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল লতিফ বলেন, আমার প্রচারণায় সরকারদলীয় লোকেরা বাধা দিচ্ছে কোথাও পোস্টার ও গণসংযোগ করতে দিচ্ছে না। দাউদকান্দি ও হোমনা পৌরসভায় এবারই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দাউদকান্দি পৌর নির্বাচন মোট ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ খবর