মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
দুই জেলায় ই-ট্রাফিকিং

ঠিক থাকলে ফুলেল শুভেচ্ছা, নইলে মামলা

সিরাজগঞ্জ ও জয়পুরহাট প্রতিনিধি

দ্রুততম সময়ের মধ্যে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র চেকিংসহ ট্রাফিক হয়রানি রোধে জয়পুরহাট ও সিরাজগঞ্জে শুরু হলো পজ-মেশিন প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেমের ই-ট্রাফিকিং ব্যবস্থা।  গতকাল দুই জেলা শহরে এলাকায় জেলা পুলিশের আয়োজনে এর উদ্বোধন করেন দুই জেলার দুই পুলিশ সুপার।

এ সময় দুই জেলার মধ্যে চলাচলকারী মোটরযানের সব ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যেসব চালকের কাগজপত্র সঠিক পাওয়া যায় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আর যাদের কাগজপত্র ঠিক নেই তাদের গাড়ির বিরুদ্ধে এই পজ-মেশিনের মাধ্যমে করা হয় জরিমানা।

এ ছাড়া ট্রাফিক আইন বিষয়ে সাধারণ জনগণকে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দুই জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সাধারণ নাগরিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, আলমগীর জাহান, জামিরুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, খ ম আবদুর রহমান রনি প্রমুখ ।

সর্বশেষ খবর