শিরোনাম
বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৪ বাংলাদেশি নাগরিক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

পতাকা বৈঠক শেষে বাংলাদেশি ২৪ নাগরিককে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। গতকাল সকালে  মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক হয়। এরপর বিজিবির কাছে তাদের হস্তান্তর করেছে বিজিপি। বিজিবি জানায়, সকালে টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে ৯ সদস্যর বাংলাদেশ প্রতিনিধি মিয়ানমার যায়। এরপর সে দেশের অভ্যন্তরে ১ নম্বর এন্ট্রি/ এক্সিট পয়েন্টের মংডুতে পতাকা বৈঠক হয়। বৈঠকে মিয়ানমারের সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশের লে. কর্নেল জো লিং অং।

সর্বশেষ খবর