চলতি মৌসুমে পশ্চিমাঞ্চলের ছয়টি জেলায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এখন দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে সবুজের সমারোহ। আগাম চাষ করা ধান খেতগুলোতে শীষ বের হতে শুরু করেছে। বাকি খেতগুলো থোর অবস্থায় রয়েছে। মাসখানেকের মধ্যে আগাম চাষ করা বোরো ধান কাটা শুরু হবে বলে চাষিরা জানিয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, এবার যশোরে এক লাখ ৫৭ হাজার ৪৩৫ হেক্টরে, ঝিনাইদহে ৮০ হাজার ২৮৪ হেক্টরে, মাগুরায় ৩৭ হাজার ৩৫০ হেক্টরে, চুয়াডাঙ্গায় ৩৫ হাজার ৭৪০ হেক্টরে, মেহেরপুরে ১৯ হাজার ১০০ হেক্টরে ও কুষ্টিয়া জেলায় ৩৫ হাজার ১৩৬ হেক্টরে বোরো চাষ হয়েছে। এ ছয়টি জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৫৩ হাজার ৭৮০ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। ধানের দাম বেশি হওয়ায় চাষিরা বোরো চাষে ঝুঁকেছেন। এখন পর্যন্ত বোরোর অবস্থা ভালো বলে চাষিরা জানান। তবে বৃষ্টি না হওয়ায় সেচ বেশি লাগছে। এতে উৎপাদন খরচও বেশি হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার হাজরা গ্রামের মিলন হোসেন জানান, তিনি আড়াই বিঘা জমিতে বোরো চাষ করেছেন। ধান থোর অবস্থায় আছে। তাদের এলাকায় বোরোর অবস্থা ভালো। মেহেরপুর সদর উপজেলার কাচারিপাড়া গ্রামের ধানচাষি মাহবুবুল হক জানান, সাড়ে পাঁচ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। মাঝে হালকা পোকার আক্রমণ হয়েছিল। এখন নেই। ধানের শীষ বের হতে শুরু করেছে। ফসলের অবস্থা ভালো। বৃষ্টি না হওয়ায় সেচ খরচ বেশি লাগছে। সেচযন্ত্রের মালিকরা বিঘাপ্রতি সেচ দিতে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দীপঙ্কর দাস জানান, যশোর ভবদহের যে জলবদ্ধতা দূর করার কারণে কোনো চাষ হতো না, সেখানে এবার ধান চাষ হয়েছে। তিনি জানান, ছয়টি জেলায় বোরো ধানের অবস্থা ভালো। আগাম চাষকৃত ধানে শীষ বের হয়েছে। দেড় মাসের মধ্যে বোরো ধান কাটা শুরু হতে পারে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ