মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শেখ হাসিনার নেতৃত্বে করোনায়ও দেশের উন্নয়ন অব্যাহত : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে ১৮ লাখ মানুষ মারা গেছেন। কিন্তু আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেই দেশের উন্নয়নের চাকা ঘুরছে। পদ্মা সেতুসহ সব সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশের সব উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। গতকাল শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। -শরীয়তপুর প্রতিনিধি

রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার স্ত্রী ভাই ভাবি পলাতক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকাশ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার এসআই মাহবুব জানান, আকাশ তার স্ত্রী, বড় ভাই ও ভাবিসহ বরাব এলাকার শুক্কুর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। বিকালে প্রতিবেশীরা আকাশের ঘরে কারও সাড়াশব্দ না পেয়ে ওই ঘরে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। পরে জানালা দিয়ে আকাশের লাশ দেখতে পায়। পুলিশ তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠান। পুলিশ ওই বাড়িতে গিয়ে আকাশের স্ত্রী, বড় ভাই ও ভাবিকে পায়নি। -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সাংবাদিক শফিক জামান স্মরণে সভা

বাংলাদেশ প্রতিদিনের প্রয়াত জামালপুর প্রতিনিধি শফিক জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।       -জামালপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর