পানি নেই জিকে সেচ প্রকল্পে। ফলে ঝিনাইদহে পানি সরবরাহ করা হয়নি কুষ্টিয়ার গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে। বৃষ্টি না হওয়া আর পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন ঝিনাইদহের শৈলকুপা, হরিণাকুন্ডু ও সদর উপজেলার কৃষকেরা। জানা যায়, গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় রয়েছে ঝিনাইদহের তিনটি উপজেলা। এই সেচ প্রকল্পের আওতায় জেলার তিন উপজেলার প্রায় ২৯ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। চলতি মৌসুমে ঝিনাইদহের এই জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ না করায় ব্যাহত হচ্ছে পাট ও আউশ ধানের আবাদ। গত মাসের শুরুর দিকে কিছুটা পানি সরবরার করা হলেও তা ছিল না পর্যাপ্ত। বোরো ধানের জন্য পানি প্রয়োজন হলেও প্রকল্প কর্তৃপক্ষ পানি সরবরাহ করতে পারেনি। পানি না থাকায় আবাদ করা যাচ্ছে না পাট ও আউশ ধানের আবাদ। শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের কৃষক আক্তার উদ্দিন জানান, এখন পিঁয়াজ, রসুন মাট থেকে উঠে গেছে। পাট আর ধান লাগাতে হবে। কিন্তু ক্যানালে পানি পাচ্ছি না। পাট যদি এখন না বুনতে পারি তাহলে বুনবো কবে। ক্যানালের পানি আরও আগে আসা দরকার ছিল। সেচ দিয়ে পাট আর ধান বুনতে গেলে অনেক খরচ। একই গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, এতদিন যদি খালে পানি দিয়ে দিত তাহলে পাট আগেই বুনতে পারতাম। ধানের চারা দিতেও পারতাম। পানি নেই। কী দিয়ে চাষ করব। এদিকে বৃষ্টির পানিও হচ্ছে না যে বৃষ্টির পানি দিয়ে চাষ করব। খুব বিপদে আছি। খন্দকবাড়িয়া গ্রামের কৃষক হাশেম আলী বলেন, ক্যানালে পানি নেই। বৃষ্টিও হচ্ছে না। আবার বোরিং দিয়ে যে পানি তুলে চাষ করব তাতেও পানি উঠছে না। খুব কষ্টে আছি। পানির লেয়ার নিচে নেমে গেছে। পানিও উঠছে না। কীভাবে চাষ করব। এখন ক্যানালে যদি পানি দিত তাহলে এই সমস্যার সমাধান হতো। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজগর আলী জানান, জিকে সেচ প্রকল্পের পানি কৃষকের চাষের জন্য খুবই উপকারী। এতে কৃষকের উৎপাদন খরচও কমবে। আর এখন যদি পানি সরবরাহ না করা হয় তবে পাট ও আউশ ধানের আবাদ পিছিয়ে যাবে। এ জন্য দ্রুত সেচ প্রকল্পের সব এলাকায় পানি সরবরাহ করা উচিত। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মোত্তালেব বলেন, পদ্মা নদীতে পানি না থাকার কারণে জিকে প্রকল্পে বোরো ধানের আবাদে পানি সরবরাহ বিঘিœত হচ্ছে। শিগগিরই পানি সরবরাহ হলে বেরোর আবাদে পরিবর্তন আসতে পারে। বোরো ধানের পানি এখন সরবরাহ করা হবে। আর আউশ আবাদের পানি সরবরাহ করা হবে এ মাসের শেষ বা আগামী মাসের প্রথম সপ্তাহে। এ ছাড়াও কৃষকদের চাহিদা অনুযায়ী স্থানভেদে পানি সরবরাহ করা হচ্ছে।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
পানি নেই জিকে সেচ প্রকল্পে
পদ্মা নদীতে পানি না থাকায় জিকে প্রকল্পে বোরো ধানের আবাদে সেচ বিঘ্নিত হচ্ছে
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর