পানি নেই জিকে সেচ প্রকল্পে। ফলে ঝিনাইদহে পানি সরবরাহ করা হয়নি কুষ্টিয়ার গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে। বৃষ্টি না হওয়া আর পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন ঝিনাইদহের শৈলকুপা, হরিণাকুন্ডু ও সদর উপজেলার কৃষকেরা। জানা যায়, গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় রয়েছে ঝিনাইদহের তিনটি উপজেলা। এই সেচ প্রকল্পের আওতায় জেলার তিন উপজেলার প্রায় ২৯ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। চলতি মৌসুমে ঝিনাইদহের এই জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ না করায় ব্যাহত হচ্ছে পাট ও আউশ ধানের আবাদ। গত মাসের শুরুর দিকে কিছুটা পানি সরবরার করা হলেও তা ছিল না পর্যাপ্ত। বোরো ধানের জন্য পানি প্রয়োজন হলেও প্রকল্প কর্তৃপক্ষ পানি সরবরাহ করতে পারেনি। পানি না থাকায় আবাদ করা যাচ্ছে না পাট ও আউশ ধানের আবাদ। শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের কৃষক আক্তার উদ্দিন জানান, এখন পিঁয়াজ, রসুন মাট থেকে উঠে গেছে। পাট আর ধান লাগাতে হবে। কিন্তু ক্যানালে পানি পাচ্ছি না। পাট যদি এখন না বুনতে পারি তাহলে বুনবো কবে। ক্যানালের পানি আরও আগে আসা দরকার ছিল। সেচ দিয়ে পাট আর ধান বুনতে গেলে অনেক খরচ। একই গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, এতদিন যদি খালে পানি দিয়ে দিত তাহলে পাট আগেই বুনতে পারতাম। ধানের চারা দিতেও পারতাম। পানি নেই। কী দিয়ে চাষ করব। এদিকে বৃষ্টির পানিও হচ্ছে না যে বৃষ্টির পানি দিয়ে চাষ করব। খুব বিপদে আছি। খন্দকবাড়িয়া গ্রামের কৃষক হাশেম আলী বলেন, ক্যানালে পানি নেই। বৃষ্টিও হচ্ছে না। আবার বোরিং দিয়ে যে পানি তুলে চাষ করব তাতেও পানি উঠছে না। খুব কষ্টে আছি। পানির লেয়ার নিচে নেমে গেছে। পানিও উঠছে না। কীভাবে চাষ করব। এখন ক্যানালে যদি পানি দিত তাহলে এই সমস্যার সমাধান হতো। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজগর আলী জানান, জিকে সেচ প্রকল্পের পানি কৃষকের চাষের জন্য খুবই উপকারী। এতে কৃষকের উৎপাদন খরচও কমবে। আর এখন যদি পানি সরবরাহ না করা হয় তবে পাট ও আউশ ধানের আবাদ পিছিয়ে যাবে। এ জন্য দ্রুত সেচ প্রকল্পের সব এলাকায় পানি সরবরাহ করা উচিত। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মোত্তালেব বলেন, পদ্মা নদীতে পানি না থাকার কারণে জিকে প্রকল্পে বোরো ধানের আবাদে পানি সরবরাহ বিঘিœত হচ্ছে। শিগগিরই পানি সরবরাহ হলে বেরোর আবাদে পরিবর্তন আসতে পারে। বোরো ধানের পানি এখন সরবরাহ করা হবে। আর আউশ আবাদের পানি সরবরাহ করা হবে এ মাসের শেষ বা আগামী মাসের প্রথম সপ্তাহে। এ ছাড়াও কৃষকদের চাহিদা অনুযায়ী স্থানভেদে পানি সরবরাহ করা হচ্ছে।
শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
পানি নেই জিকে সেচ প্রকল্পে
পদ্মা নদীতে পানি না থাকায় জিকে প্রকল্পে বোরো ধানের আবাদে সেচ বিঘ্নিত হচ্ছে
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর