শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে হাওরে ধান কাটা উৎসব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, জনতা ও রাজনৈতিক মিলে হাইল হাওরে কৃষকের বোরো ধান কেটে দিয়েছে। গতকাল সকালে হাওরের বরুনা গ্রামে এই ধান কাটা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, ইতিমধ্যে ২০ শতাংশ ধান কাটা হয়েছে। আরও ২০ শতাংশ ধান কেটে ফেলতে পারলে প্রাকৃতিক কোনো ঝুঁকি থাকবে না।

ইউএনও নজরুল ইসলাম বলেন, আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেট অঞ্চলে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে হাওর অঞ্চলে বন্যা হতে পারে। ইতিমধ্যে এ অঞ্চলের ৮০ শতাংশ ধান পেকে গেছে। যদি বন্যা হয় তাহলে সব ধান পানিতে তলিয়ে যাবে। তাই স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর