শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

ইউএনও অফিসে ‘বন্দী’ ঘটনায় তোলপাড়

ভোলা প্রতিনিধি

ইউএনও অফিসে ‘বন্দী’ ঘটনায় তোলপাড়

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ক্ষতিসাধনের অভিযোগে আরিফ নামে এক নসিমন চালককে তিন দিন বন্দী রাখার ঘটনা ঘটে। গতকাল জানাজানির পর এলাকায়  তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে। নসিমন চালককে ৩ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইউএনও অফিসে তালাবদ্ধ একটি কামরায় আটকে রাখা হয়। বন্দীদশায় থাকাকালে আরিফ গণমাধ্যমকর্মীদের জানান, গত ৩ মে সন্ধ্যায় ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ইউএনওর গাড়ি ওভারটেক করতে গিয়ে নসিমনের সঙ্গে ঘষায় ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য তাকে আটক করে দৌলতখান থানাধীন বাংলাবাজার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরবর্র্তী চরফ্যাশন থানায় নিয়ে আসা হয়। এক রাত চরফ্যাশন থানায় আটকে রাখার পর তাকে ইউএনও অফিসে এনে রাখা হয়। ইউএনও বলেন, মানবিক কারণে মামলা করা হয়নি। কারণ মামলা দিলে উকিল ধরতে হবে, জরিমানা হবে সেই টাকা নসিমন চালক দিতে পারত না।

সর্বশেষ খবর