সেতু আছে। দুই পাশে কোনো সংযোগ নেই। মই দিয়ে সেতুতে উঠে পারাপার হতে হয়। এলাকাবাসীর দুর্ভোগ চরমে। সেতুর এক পাশে ধোপাখালী। অন্য পাশে যদুনাথপুরের ইসলামপুর গ্রাম। দীর্ঘ প্রতীক্ষার পর নানা খড়কুটা পুুড়িয়ে সেতুটি নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছিল এলাকাবাসীর। নির্মাণ হলেও দুই পাশের সংযোগ সড়ক না থাকায় সেতুর দুই পাড়ের গ্রামবাসীদের যাতায়াত করতে বিপাকে পড়তে হচ্ছে। যাতায়াতের জন্য কাঠের মই বেয়ে উঠে সেতুটিতে পারাপার হতে হয়। মাটি থেকে প্রায় ৯/১০ ফুট উচ্চতায় সেতুতে মই লাগিয়ে ঝুঁকির্পূণভাবে যাতায়াত করতে হচ্ছে তাদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মহিলা ও শিশুরা। এমন সেতু হলো টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ও যদুনাথপুর ইউনিয়নের বংশাই নদীর ওপর নির্মিত। সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়ক না থাকায় বাঁশের মই বেয়েই তারা মাথায় বা কাঁধে করে তাদের উৎপাদিত কৃষপণ্য নিয়ে যাচ্ছেন। তবে শুষ্ক মৌসুমে মই দিয়ে সেতুতে পারাপার করা গেলেও বর্ষাকালে অতিবৃষ্টির প্রবল স্রোতের কারণে সেতুর দুই পাশে পারাপার বন্ধ হয়ে যায়। এ ইউনিয়ন দুটি মূলত কৃষি প্রধান অঞ্চল। সেতুটি নির্মাণ হলেও সুফল পাচ্ছেন না ধোপাখালী ও ইসলামপুর ইউনিয়নের ৮ থেকে ১০ গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, কবির হোসেন, রায়হান আহমেদ ও শিরিনা বেগম জানান, ৫ বছর আগে সেতুটি নির্মাণ হলে দুই পাশের সংযোগ সড়ক না থাকায় আমরা অনেক অসুবিধায় আছি। ধোপাখালী ও যদুনাথপুর ইউনিয়ন দুটি কৃষি অঞ্চল। স্থানীয়দের প্রচুর পরিমাণে উৎপাদিত কৃষি পণ্য শাক-সবজি ও ধানসহ অন্যান্য জাতের নানা ধরনের ফসল কৃষকেরা এ সেতু দিয়ে পারাপার হয়ে ধোপাখালী বাজারে বিক্রি করতে আসেন। এতে অনেক কষ্ট করতে হচ্ছে। এ ছাড়াও এ বাজারে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বেচা-কিনা করে থাকেন আশপাশের ৮/১০ গ্রামের লোকজন। এ ব্যাপারে ধোপাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজহার আলী জানান, আমি বিষয়টি বারবার ইউপি চেয়াম্যান ও উপজেলা চেয়াম্যানকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিতে চেয়েছেন। ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন বলেন, আমরা সেতুর রাস্তা সংস্কারের ব্যাপারে বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর জানান, সেতুটি এডিপি নির্মাণ করেছে। এখন আপাতত কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আসলে কাজ হবে।
শিরোনাম
- এশিয়ান যুব গেমসে এবার ইতিহাস গড়লো বালক কাবাডি দল
- পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
- ট্রাম্পের বাড়তি শুল্কে মিয়ানমারে বন্ধ হচ্ছে একের পর এক পোশাক কারখানা
- লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করল যুবদল
- চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
- রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে ভারত
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ
- সাইফের পর নার্ভাস নাইনটিতে ফিরলেন সৌম্য
- আইএসইউ’র শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত
- ‘সমন্বয়ের অভাবে জলাবদ্ধতা ও পানি সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বারবার ব্যর্থ হচ্ছে’
- খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর
- দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে : সালাহউদ্দিন
- মিশরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা দিল ইইউ
- চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনে আপিল শুনানি চলছে
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
মইয়ে উঠে সেতু পারাপার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর