সেতু আছে। দুই পাশে কোনো সংযোগ নেই। মই দিয়ে সেতুতে উঠে পারাপার হতে হয়। এলাকাবাসীর দুর্ভোগ চরমে। সেতুর এক পাশে ধোপাখালী। অন্য পাশে যদুনাথপুরের ইসলামপুর গ্রাম। দীর্ঘ প্রতীক্ষার পর নানা খড়কুটা পুুড়িয়ে সেতুটি নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছিল এলাকাবাসীর। নির্মাণ হলেও দুই পাশের সংযোগ সড়ক না থাকায় সেতুর দুই পাড়ের গ্রামবাসীদের যাতায়াত করতে বিপাকে পড়তে হচ্ছে। যাতায়াতের জন্য কাঠের মই বেয়ে উঠে সেতুটিতে পারাপার হতে হয়। মাটি থেকে প্রায় ৯/১০ ফুট উচ্চতায় সেতুতে মই লাগিয়ে ঝুঁকির্পূণভাবে যাতায়াত করতে হচ্ছে তাদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মহিলা ও শিশুরা। এমন সেতু হলো টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ও যদুনাথপুর ইউনিয়নের বংশাই নদীর ওপর নির্মিত। সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়ক না থাকায় বাঁশের মই বেয়েই তারা মাথায় বা কাঁধে করে তাদের উৎপাদিত কৃষপণ্য নিয়ে যাচ্ছেন। তবে শুষ্ক মৌসুমে মই দিয়ে সেতুতে পারাপার করা গেলেও বর্ষাকালে অতিবৃষ্টির প্রবল স্রোতের কারণে সেতুর দুই পাশে পারাপার বন্ধ হয়ে যায়। এ ইউনিয়ন দুটি মূলত কৃষি প্রধান অঞ্চল। সেতুটি নির্মাণ হলেও সুফল পাচ্ছেন না ধোপাখালী ও ইসলামপুর ইউনিয়নের ৮ থেকে ১০ গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, কবির হোসেন, রায়হান আহমেদ ও শিরিনা বেগম জানান, ৫ বছর আগে সেতুটি নির্মাণ হলে দুই পাশের সংযোগ সড়ক না থাকায় আমরা অনেক অসুবিধায় আছি। ধোপাখালী ও যদুনাথপুর ইউনিয়ন দুটি কৃষি অঞ্চল। স্থানীয়দের প্রচুর পরিমাণে উৎপাদিত কৃষি পণ্য শাক-সবজি ও ধানসহ অন্যান্য জাতের নানা ধরনের ফসল কৃষকেরা এ সেতু দিয়ে পারাপার হয়ে ধোপাখালী বাজারে বিক্রি করতে আসেন। এতে অনেক কষ্ট করতে হচ্ছে। এ ছাড়াও এ বাজারে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বেচা-কিনা করে থাকেন আশপাশের ৮/১০ গ্রামের লোকজন। এ ব্যাপারে ধোপাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজহার আলী জানান, আমি বিষয়টি বারবার ইউপি চেয়াম্যান ও উপজেলা চেয়াম্যানকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিতে চেয়েছেন। ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন বলেন, আমরা সেতুর রাস্তা সংস্কারের ব্যাপারে বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর জানান, সেতুটি এডিপি নির্মাণ করেছে। এখন আপাতত কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আসলে কাজ হবে।
শিরোনাম
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
মইয়ে উঠে সেতু পারাপার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর