রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাঁকচান্দা-হোসেনপুর সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ‘জনদুর্ভোগ নিরসনে গোবিন্দপুরবাসী’ ব্যানারে গতকাল সকালে গোবিন্দপুর বাজার সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৬ বছর ধরে বাঁকচান্দা-হোসেনপুর সড়ক ভাঙাচোরা অবস্থায় রয়েছে।

প্রায় ১০ কিলোমিটার সড়কের পুরোটাই বড় বড় গর্ত এবং খানাখন্দে ভরা। এলাকার হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে উপজেলা ও জেলা সদর এবং রাজধানী ঢাকায় যাতায়াত করেন। ভাঙ্গাচোরা সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। খানাখন্দে ভরা সড়কে গাড়ি চালানোর ফলে অটোবাইক, রিকশা, ভ্যান, বাসসহ বিভিন্ন যানবাহন নষ্ট হচ্ছে।  তারা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

সর্বশেষ খবর