বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

ইয়াসে ক্ষতিগ্রস্তদের সহায়তা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভাঙন ও প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পটুয়াখালী-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য। গতকাল উপজেলার ডাকুয়া, রতনদী তালতলী, কলাগাছিয়া, চিকনিকান্দী, বকুলবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসে যারা বসতবাড়ি, সহায়-সম্পত্তি হারিয়েছেন তা অপূরণীয়। গতবারের ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার এলো ‘ইয়াস’। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

সর্বশেষ খবর