কিশোরগঞ্জের তাড়াইলে বিল নিয়ে স্থানীয় একাধিক গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধের জেরে গত এক যুগে হামলা-সংঘর্ষে খুন হয়েছেন ছয়জন। সবশেষ গত ৭ জুন সন্ধ্যায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন নহত হয়েছেন। সাজিয়া, ডুবাইল ও আমাইল এ তিনটি বিলের অবস্থান তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নে। এলাকাবাসী জানান, এ সব বিলের দখল নিয়ে স্থানীয়ভাবে গড়ে উঠেছে কয়েকটি গ্রুপ। যাদের মধ্যে প্রায়ই ঘটে দ্ধন্ধ-সংঘাত। ‘বড় দল’ ও ‘ছোট দল’ নামে দুটি গ্রুপে বিভক্ত বিলকেন্দ্রিক লোকজন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ১২ বছরে বিল নিয়ে সংঘর্ষে খুন হয়েছেন জজ মিয়া, ইদিল, সাহেদ, শিশু জামাল, শফিকুল ও রাশিদ। এর মধ্যে গত ৭ জুন সন্ধ্যায় খুন হন শফিকুল ও রাশিদ খুন হন। ইজিবাইক চালক শফিকুল ঘটনার দিন সন্ধ্যায় ইজিবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন। একটি পক্ষ তাকে ইজিবাইক থেকে নামিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে খুন করে। এছাড়া সংঘর্ষের সময় রাশিদ বাড়িতে লুকিয়ে ছিলেন। একপর্যায়ে পুলিশ আসার খবরে তিনি বাড়ি থেকে সরে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১১টার দিকে সাজিয়া বিলে তার লাশ পাওয়া যায়। রাশিদের শরীরে দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই দিন সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি হাঁস, মুরগি ও গবাদি পশুও লুট হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় সংঘর্ষ ও পুলিশের ভয়ে এলাকার বেশিরভাগ পুরুষ সদস্য এখন গ্রামছাড়া। নিহত শফিকুলের স্ত্রী খাদিজা বলেন, স্বামীর উপার্জনেই তাদের সংসার চলতো। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছি। নিহত রাশিদের পুত্রবধূ মাকসুদা বলেন, সংঘর্ষের সময় পালিয়েও বাঁচতে পারেননি তার শ্বশুর। তারা এই দ্ধন্ধ-সংঘাতের অবসান চান। স্থানীয় দিগদাইড় ইউপি চেয়ারম্যান গোলাপ হোসেন বলেন, বিলকেন্দ্রিক সবাই এক সময়ে ঐক্যবদ্ধ ছিল। পরে স্বার্থ ও ভাগাভাগি নিয়ে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। বিল নিয়ে বড় দল ও ছোট দলের মধ্যে আধিপত্য বিস্তারেই সংঘর্ষ হচ্ছে বলে তিনি মনে করেন। এখানে কারো নিরপেক্ষ থাকার সুযোগ নেই উল্লেখ করে চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষকে টিকে থাকতে হলে পক্ষ নিতেই হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশের কঠোর হস্তক্ষেপ দরকার। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, তিনি এখানে যোগদানের আগে থেকেই দ্ধন্ধ-সংঘাত চলে আসছে। ৭ জুন সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় সাতজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া