কিশোরগঞ্জের তাড়াইলে বিল নিয়ে স্থানীয় একাধিক গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধের জেরে গত এক যুগে হামলা-সংঘর্ষে খুন হয়েছেন ছয়জন। সবশেষ গত ৭ জুন সন্ধ্যায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন নহত হয়েছেন। সাজিয়া, ডুবাইল ও আমাইল এ তিনটি বিলের অবস্থান তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নে। এলাকাবাসী জানান, এ সব বিলের দখল নিয়ে স্থানীয়ভাবে গড়ে উঠেছে কয়েকটি গ্রুপ। যাদের মধ্যে প্রায়ই ঘটে দ্ধন্ধ-সংঘাত। ‘বড় দল’ ও ‘ছোট দল’ নামে দুটি গ্রুপে বিভক্ত বিলকেন্দ্রিক লোকজন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ১২ বছরে বিল নিয়ে সংঘর্ষে খুন হয়েছেন জজ মিয়া, ইদিল, সাহেদ, শিশু জামাল, শফিকুল ও রাশিদ। এর মধ্যে গত ৭ জুন সন্ধ্যায় খুন হন শফিকুল ও রাশিদ খুন হন। ইজিবাইক চালক শফিকুল ঘটনার দিন সন্ধ্যায় ইজিবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন। একটি পক্ষ তাকে ইজিবাইক থেকে নামিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে খুন করে। এছাড়া সংঘর্ষের সময় রাশিদ বাড়িতে লুকিয়ে ছিলেন। একপর্যায়ে পুলিশ আসার খবরে তিনি বাড়ি থেকে সরে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১১টার দিকে সাজিয়া বিলে তার লাশ পাওয়া যায়। রাশিদের শরীরে দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই দিন সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি হাঁস, মুরগি ও গবাদি পশুও লুট হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় সংঘর্ষ ও পুলিশের ভয়ে এলাকার বেশিরভাগ পুরুষ সদস্য এখন গ্রামছাড়া। নিহত শফিকুলের স্ত্রী খাদিজা বলেন, স্বামীর উপার্জনেই তাদের সংসার চলতো। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছি। নিহত রাশিদের পুত্রবধূ মাকসুদা বলেন, সংঘর্ষের সময় পালিয়েও বাঁচতে পারেননি তার শ্বশুর। তারা এই দ্ধন্ধ-সংঘাতের অবসান চান। স্থানীয় দিগদাইড় ইউপি চেয়ারম্যান গোলাপ হোসেন বলেন, বিলকেন্দ্রিক সবাই এক সময়ে ঐক্যবদ্ধ ছিল। পরে স্বার্থ ও ভাগাভাগি নিয়ে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। বিল নিয়ে বড় দল ও ছোট দলের মধ্যে আধিপত্য বিস্তারেই সংঘর্ষ হচ্ছে বলে তিনি মনে করেন। এখানে কারো নিরপেক্ষ থাকার সুযোগ নেই উল্লেখ করে চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষকে টিকে থাকতে হলে পক্ষ নিতেই হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশের কঠোর হস্তক্ষেপ দরকার। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, তিনি এখানে যোগদানের আগে থেকেই দ্ধন্ধ-সংঘাত চলে আসছে। ৭ জুন সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় সাতজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
বিল দখল নিয়ে বাড়ছে খুনোখুনি
তাড়াইলে এক যুগে ছয়জন নিহত॥ গড়ে উঠেছে একাধিক গ্রুপ
সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর