দুই বছরেও পুনর্নির্মাণ কাজ শেষ হয়নি নওগাঁর রানীনগর থেকে আবাদপুকুর পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের। সংস্কার কজের জন্য উপরিভাগ তুলে ফেলায় চলার অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। নওগাঁর রানীনগর, আত্রাই, বগুড়ার আদমদীঘি, নন্দীগ্রাম এবং নাটোরের সিংড়া উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে নিজ নিজ উপজেলা সদর এবং নওগাঁ জেলা সদরে যাতায়াত করেন। রবীন্দ্র কুঠিবাড়ী পতিসর এবং আবাদপুকুর হাটে যাতায়াতেরও মাধ্যম এটি। জানা যায়, সংস্কারের লক্ষ্যে রানীনগর-আবাদপুকুর ২২ দশমিক ২২০ কিলোমিটার সড়কের পুরো কার্পেটিং তুলে ফেলা হয়। কিন্তু দুই বছর অতিবাহিত হলেও নির্মাণকাজ শেষ হয়নি। এরই মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার পৌনে ৯ কোটি টাকার কাজ করার পর অজ্ঞাত কারণে কাজ বন্ধ রেখে সটকে পড়েন। ফলে এবড়ো-খেবড়ো অবস্থায় রয়েছে সড়কের উপরিভাগ। রাস্তার নির্মাণাধীন ব্রিজগুলোর কাজও রয়ে গেছে অসমাপ্ত। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে রিকশা, ভ্যান, বেবিট্যাক্সি, ভটভটি, টমটম চলাচল করছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, হঠাৎ সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ করে কেটে পড়েন। এরপর থেকে এ সড়কের কাজ বন্ধ রয়েছে। বিভাগীয় নিয়ম যথারীতি অনুসরণ করে অবশিষ্ট ৪০ কোটি টাকার কাজের ওপর ১০ শতাংশ হিসেবে ঠিকাদারের কাছ থেকে প্রায় চার কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুনরায় কাজের নির্মাণ ব্যয় যাচাই শেষে ৪৩ কোটি টাকা নির্ধারণ করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই রাস্তার নির্মাণকাজ শুরু হবে।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
চলার অযোগ্য ২২ কিমি সড়ক
নির্মাণকাজে ধীরগতি
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর