দুই বছরেও পুনর্নির্মাণ কাজ শেষ হয়নি নওগাঁর রানীনগর থেকে আবাদপুকুর পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের। সংস্কার কজের জন্য উপরিভাগ তুলে ফেলায় চলার অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। নওগাঁর রানীনগর, আত্রাই, বগুড়ার আদমদীঘি, নন্দীগ্রাম এবং নাটোরের সিংড়া উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে নিজ নিজ উপজেলা সদর এবং নওগাঁ জেলা সদরে যাতায়াত করেন। রবীন্দ্র কুঠিবাড়ী পতিসর এবং আবাদপুকুর হাটে যাতায়াতেরও মাধ্যম এটি। জানা যায়, সংস্কারের লক্ষ্যে রানীনগর-আবাদপুকুর ২২ দশমিক ২২০ কিলোমিটার সড়কের পুরো কার্পেটিং তুলে ফেলা হয়। কিন্তু দুই বছর অতিবাহিত হলেও নির্মাণকাজ শেষ হয়নি। এরই মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার পৌনে ৯ কোটি টাকার কাজ করার পর অজ্ঞাত কারণে কাজ বন্ধ রেখে সটকে পড়েন। ফলে এবড়ো-খেবড়ো অবস্থায় রয়েছে সড়কের উপরিভাগ। রাস্তার নির্মাণাধীন ব্রিজগুলোর কাজও রয়ে গেছে অসমাপ্ত। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে রিকশা, ভ্যান, বেবিট্যাক্সি, ভটভটি, টমটম চলাচল করছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, হঠাৎ সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ করে কেটে পড়েন। এরপর থেকে এ সড়কের কাজ বন্ধ রয়েছে। বিভাগীয় নিয়ম যথারীতি অনুসরণ করে অবশিষ্ট ৪০ কোটি টাকার কাজের ওপর ১০ শতাংশ হিসেবে ঠিকাদারের কাছ থেকে প্রায় চার কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুনরায় কাজের নির্মাণ ব্যয় যাচাই শেষে ৪৩ কোটি টাকা নির্ধারণ করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই রাস্তার নির্মাণকাজ শুরু হবে।
শিরোনাম
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত