শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

চলার অযোগ্য ২২ কিমি সড়ক

নির্মাণকাজে ধীরগতি

নওগাঁ প্রতিনিধি

চলার অযোগ্য ২২ কিমি সড়ক

খানাখন্দে ভরা নওগাঁর রানীনগর-আবাদপুকুর সড়ক -বাংলাদেশ প্রতিদিন

দুই বছরেও পুনর্নির্মাণ কাজ শেষ হয়নি নওগাঁর রানীনগর থেকে আবাদপুকুর পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের। সংস্কার কজের জন্য উপরিভাগ তুলে ফেলায় চলার অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। নওগাঁর রানীনগর, আত্রাই, বগুড়ার আদমদীঘি, নন্দীগ্রাম এবং নাটোরের সিংড়া উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে নিজ নিজ উপজেলা সদর এবং নওগাঁ জেলা সদরে যাতায়াত করেন। রবীন্দ্র কুঠিবাড়ী পতিসর এবং আবাদপুকুর হাটে যাতায়াতেরও মাধ্যম এটি। জানা যায়, সংস্কারের লক্ষ্যে রানীনগর-আবাদপুকুর ২২ দশমিক ২২০ কিলোমিটার সড়কের পুরো কার্পেটিং তুলে ফেলা হয়। কিন্তু দুই বছর অতিবাহিত হলেও নির্মাণকাজ শেষ হয়নি। এরই মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার পৌনে ৯ কোটি টাকার কাজ করার পর অজ্ঞাত কারণে কাজ বন্ধ রেখে সটকে পড়েন। ফলে এবড়ো-খেবড়ো অবস্থায় রয়েছে সড়কের উপরিভাগ। রাস্তার নির্মাণাধীন ব্রিজগুলোর কাজও রয়ে গেছে অসমাপ্ত। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে রিকশা, ভ্যান, বেবিট্যাক্সি, ভটভটি, টমটম চলাচল করছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, হঠাৎ সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ করে কেটে পড়েন। এরপর থেকে এ সড়কের কাজ বন্ধ রয়েছে। বিভাগীয় নিয়ম যথারীতি অনুসরণ করে অবশিষ্ট ৪০ কোটি টাকার কাজের ওপর ১০ শতাংশ হিসেবে ঠিকাদারের কাছ থেকে প্রায় চার কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুনরায় কাজের নির্মাণ ব্যয় যাচাই শেষে ৪৩ কোটি টাকা নির্ধারণ করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই রাস্তার নির্মাণকাজ শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর