রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

খুলনা জেলা পরিষদের দরপত্রে অনিয়ম খতিয়ে দেখছে দুদক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলা পরিষদের দরপত্রে অনিয়ম খতিয়ে দেখছে দুদক

খুলনা জেলা পরিষদের ১ কোটি ৩৫ লাখ টাকার উন্নয়ন কাজের দরপত্রের অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল অনিয়মের বিষয়ে ঠিকাদারদের অভিযোগ পাওয়ার পর দুদক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। জানা যায়, ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে খুলনায় শেখ জামাল টেনিস একাডেমির উন্নয়ন প্রকল্পের কাজে ১৩ জুন দরপত্র আহ্‌বান করে জেলা পরিষদ। মোট ১৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করে। কিন্তু ২৮ জুন নির্ধারিত দিনে সমঝোতার মাধ্যমে ৫টি দরপত্র জমা পড়ে। বাধার মুখে অনেক ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি। এদিকে দরপত্র বাছাইয়ে প্রকল্প ব্যয়ের তুলনায় বেশি দর দেওয়ায় ৫টি দরপত্রের মধ্যে ৪টিই বাতিল হয়ে গেছে। সাধারণ ঠিকাদাররা জানান, ইচ্ছাকৃতভাবে ওই ৪টি দরপত্রে বেশি দর দেখিয়ে মূলত কাজটি ভাগাভাগি করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ১৭টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৫টি। দরপত্র মূল্যায়ন কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় দরপত্র প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ ঠিকাদাররা। একই সঙ্গে তারা দরপত্রে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে দুদকে অভিযোগ দিয়েছেন।

সর্বশেষ খবর