রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

আশ্রয়ণের ঘরে ফাটল ভেঙে পড়েছে খুঁটি

ঝিনাইদহ প্রতিনিধি

আশ্রয়ণের ঘরে ফাটল ভেঙে পড়েছে খুঁটি

ঝিনাইদহে হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরের খুঁটি। অন্য ঘরগুলোতেও দেখা দিয়েছে ফাটল। সদর উপজেলার লাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া সেখানে নেই বিদ্যুৎ বা সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা। ঘর ভেঙে পড়ায় আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। লাউদিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, আবাসনের ১ নম্বর ঘরের ডানপাশের খুঁটি ভেঙে মাটিতে পড়ে কয়েক টুকরো হয়েছে। ঘর ঠেকাতে সেখানে দেওয়া হয়েছে বাঁশের খুঁটি। ওই ঘরের বাসিন্দা ফাতেমা খাতুন জানান, গত শুক্রবার রাত ১০টার পর ঘরের সামনে জোরে কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পান তারা। এসে দেখেন সামনের ডান পাশের খুঁটিটি ভেঙে পড়ে আছে। ফাতেমা বলেন, খুঁটি ভাঙার পর থেকে ভয়ে আছি। কখন জানি ঘর ভেঙে মাথায় পড়ে। তারাবানু নামে আরেক উপকারভোগী বলেন, প্রতিটি ঘরের একই অবস্থা। জোরে ঝড়-বাতাস হলে-তো সব ঘর ভেঙে পড়বে। এর মধ্যে থাকতি এখন ভয় করছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এভাবে কাজ করা হয়েছে। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তারা বিষয়টি জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগ রয়েছে সদর উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। সরকারি বরাদ্দ থাকলে তা যথাযথভাবে খরচ করা হয়নি।

সর্বশেষ খবর