নীলফামারীর ডোমারের চিলাহাটি এলএসডির রাস্তাটি সংস্কারের অভাবে বর্ষা শুরু থেকে পানি জমে থাকে। এতে সরকারি খাদ্য গুদামের ধান-চাল আদান প্রদানসহ পাঁচ গ্রামের মানুষ জনদুর্ভোগ পোহাচ্ছে। জানা যায়, দুই বছর আগে রাস্তাটির পাশে রেলওয়ের পুকুরগুলো ভরাট করে বাউন্ডারি ওয়াল তৈরি করে কর্তৃপক্ষ। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় জিকরুল, মাহাবুল, মুকুলসহ অন্যরা জানান, গত বর্ষা থেকে রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়ে আসছে। রাস্তাটির একদিকে রেলওয়ের অপরদিকে বাসা বাড়ির ওয়াল দেওয়ায় পানি নিঃসরণ হতে পারে না। এতে সব সময় রাস্তার ওপর হাঁটু পানি ও কাদা জমে থাকে। ফলে ভ্যান-রিকশা, সাইকেল মোটরসাইকেল পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চিলাহাটি বাজারে যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা না থাকায় হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। চিলাহাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাস্তাটি দিয়ে ভারী যানবাহন তো দূরের কথা ভ্যানে করে পাঁচটি ইউনিয়নের চাল পাঠানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যত্র থেকে গুদামে চাল নিয়ে এলে দুর্ভোগে পড়তে হয়। ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক বলেন, রেলওয়ে তাদের সীমানা দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের পর রাস্তাটি নিচু হওয়ায় পানি জমে এলএসডিসহ সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। জরুরি ওই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। ডোমার এলজিইডির প্রকৌশলী মিজানুর রহমান সরদার বলেন, রাস্তাটি বেহাল অবস্থা সম্পর্কে তার জানা ছিল না। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- এবার ‘বাঙ্কার বাস্টার’ বানাচ্ছে ভারত!
- কুলাউড়ায় ব্যবসায়ীদের অফিস ও যানজট সমস্যা সমাধানে ডিসির আশ্বাস
- মাদকের জন্য নির্যাতন করতেন মা’কে, অবশেষে কারাগারে
- নাটোরে শিশু শ্রমিকের মরদেহ উদ্ধার
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি
- সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: এ্যানি
- যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
- আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: কিশোরগঞ্জে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা
- ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি