নীলফামারীর ডোমারের চিলাহাটি এলএসডির রাস্তাটি সংস্কারের অভাবে বর্ষা শুরু থেকে পানি জমে থাকে। এতে সরকারি খাদ্য গুদামের ধান-চাল আদান প্রদানসহ পাঁচ গ্রামের মানুষ জনদুর্ভোগ পোহাচ্ছে। জানা যায়, দুই বছর আগে রাস্তাটির পাশে রেলওয়ের পুকুরগুলো ভরাট করে বাউন্ডারি ওয়াল তৈরি করে কর্তৃপক্ষ। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় জিকরুল, মাহাবুল, মুকুলসহ অন্যরা জানান, গত বর্ষা থেকে রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়ে আসছে। রাস্তাটির একদিকে রেলওয়ের অপরদিকে বাসা বাড়ির ওয়াল দেওয়ায় পানি নিঃসরণ হতে পারে না। এতে সব সময় রাস্তার ওপর হাঁটু পানি ও কাদা জমে থাকে। ফলে ভ্যান-রিকশা, সাইকেল মোটরসাইকেল পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চিলাহাটি বাজারে যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা না থাকায় হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। চিলাহাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাস্তাটি দিয়ে ভারী যানবাহন তো দূরের কথা ভ্যানে করে পাঁচটি ইউনিয়নের চাল পাঠানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যত্র থেকে গুদামে চাল নিয়ে এলে দুর্ভোগে পড়তে হয়। ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক বলেন, রেলওয়ে তাদের সীমানা দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের পর রাস্তাটি নিচু হওয়ায় পানি জমে এলএসডিসহ সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। জরুরি ওই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। ডোমার এলজিইডির প্রকৌশলী মিজানুর রহমান সরদার বলেন, রাস্তাটি বেহাল অবস্থা সম্পর্কে তার জানা ছিল না। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
রাস্তায় হাঁটুপানি, জনদুর্ভোগ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর