জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টেলিনর ঘাটে ধুম নদের ওপর সেতু না থাকায় দুই পাড়ের ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ চরমে। তাদের চলাচলের একমাত্র বাঁশের সাঁকোটিও ভেঙে পড়েছে। নদের দুই প্রান্তের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকোটি তৈরি করেছিলেন। যাতায়াতের অনুপযোগী হওয়ায় উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই এলাকায়। গ্রামবাসী পারাপারে ব্যবহার করেন কলা গাছের ভেলা। কলার ভেলা অল্প দিনে পচে যায়, ওজন একটু বেশি হলেই তলিয়ে যায়। সেতু না থাকায় ব্যবসায়ীরা মালামাল নিয়ে চরম দুর্ভোগ পোহান। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরা পড়ে ভোগান্তিতে। শিক্ষার্থীরা মাঝেমধ্যে বই-কলম হারিয়ে ফেলে নদে। কৃষক ফসল নিয়ে উপজেলা সদরে যেতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পথচারী মোসলেম উদ্দিন বলেন, ‘জন্ম থেকে দেখে আসছি ধুম নদে সেতু নেই। কলার ভেলায় মানুষ পারাপার হয়। বাঁশের সাঁকো দেওয়া হলেও বর্ষায় ভেঙে ভেসে যায়। আমাদের উপজেলা শহরে যাওয়ার একমাত্র ভরসা এ বাঁশের সাঁকো। নদের ওপর সেতু হলেই এলাকাটি পরিবর্তন হয়ে যাবে।’ শিক্ষার্থী সুজন মিয়া বলেন, ‘আমরা কলার ভেলায় চড়ে বিদ্যালয়ে যাই। ভেলা একটু হেলে দোল খেলেই নদে কলম-খাতা-বই পড়ে যায়, কখনো কখনো আমরাও ভেলা থেকে পিছলে পড়ে গিয়ে ভিজে যাই।’ গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে এলাকার মানুষ বাঁশের সাঁকো তৈরি করছেন। কিন্তু প্রয়োজন ধুম নদের ওপর সেতু।’
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
বাঁশের সাঁকোই ভরসা
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর