জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টেলিনর ঘাটে ধুম নদের ওপর সেতু না থাকায় দুই পাড়ের ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ চরমে। তাদের চলাচলের একমাত্র বাঁশের সাঁকোটিও ভেঙে পড়েছে। নদের দুই প্রান্তের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকোটি তৈরি করেছিলেন। যাতায়াতের অনুপযোগী হওয়ায় উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই এলাকায়। গ্রামবাসী পারাপারে ব্যবহার করেন কলা গাছের ভেলা। কলার ভেলা অল্প দিনে পচে যায়, ওজন একটু বেশি হলেই তলিয়ে যায়। সেতু না থাকায় ব্যবসায়ীরা মালামাল নিয়ে চরম দুর্ভোগ পোহান। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরা পড়ে ভোগান্তিতে। শিক্ষার্থীরা মাঝেমধ্যে বই-কলম হারিয়ে ফেলে নদে। কৃষক ফসল নিয়ে উপজেলা সদরে যেতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পথচারী মোসলেম উদ্দিন বলেন, ‘জন্ম থেকে দেখে আসছি ধুম নদে সেতু নেই। কলার ভেলায় মানুষ পারাপার হয়। বাঁশের সাঁকো দেওয়া হলেও বর্ষায় ভেঙে ভেসে যায়। আমাদের উপজেলা শহরে যাওয়ার একমাত্র ভরসা এ বাঁশের সাঁকো। নদের ওপর সেতু হলেই এলাকাটি পরিবর্তন হয়ে যাবে।’ শিক্ষার্থী সুজন মিয়া বলেন, ‘আমরা কলার ভেলায় চড়ে বিদ্যালয়ে যাই। ভেলা একটু হেলে দোল খেলেই নদে কলম-খাতা-বই পড়ে যায়, কখনো কখনো আমরাও ভেলা থেকে পিছলে পড়ে গিয়ে ভিজে যাই।’ গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে এলাকার মানুষ বাঁশের সাঁকো তৈরি করছেন। কিন্তু প্রয়োজন ধুম নদের ওপর সেতু।’
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে