মহামারী করোনাভাইরাসের প্রভাবে মানিকগঞ্জের শত বছরের ঐতিহ্য তাঁতশিল্পে করুণ অবস্থা বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে শত শত তাঁতকল। বেকার হয়ে পড়েছেন বহু মালিক-শ্রমিকরা। মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর কোল ঘেঁষা দুটি ইউনিয়ন ইউনিয়ন বরাইদ ও দিঘুলিয়ায় গড়ে উঠে তাঁত কারখানা। এক সময় এখানকার তাতের লুঙ্গি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। কালের বিবর্তনে অটোমেশিনে লুঙ্গি প্রস্তুত শুরু হলে তাদের সঙ্গে পেরে উঠতে পারছিলেন না এখানকার তাঁতিরা। কয়েক বছর লোকসান গুনে এখানকার তাঁতিরা নতুন করে শাড়ি কাপর তৈরিতে মনোনিবেশ করেন। অল্পদিনের মধ্যে তাদের ভাগ্য ঘুরে যায়। আবার সবার মুখে হাসি ফিরে। সংসারে আসে সুদিন। স্থানীয় শত শত পরিবার তাঁত শিল্পে বিনিয়োগ শুরু করেন। এরই মধ্যে করোনার আঘাত আসে এ শিল্পে। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তাঁত সংশ্লিষ্টদের। কভিড-১৯ এর নেতিবাচক প্রভাবে বন্ধ আবর বন্ধ হয়ে গেছে শত শত তাঁতকল। সরেজমিন দেখা যায়, তাঁতপল্লী জুড়ে সুনসান নীরবতা। ঠকঠক শব্দ নেই। নেই কারও কাজের ব্যস্ততা। সাভার গ্রামের তাঁতি আরশেদ আলী (৫০) বলেন, পূর্ব পুরুষের ব্যবসা করে ভালোই ছিলাম। করোনায় সব শেষ হয়ে গেল। করোনার কারণে তাঁত বন্ধ, সেই সঙ্গে বন্ধ আয় রোজগার। এখানে এন্ডিশিল্ক ও হাফশিল্ক এ দুই ধরনের শাড়ি তৈরি হয়ে থাকে। প্রায় ৬০০ পরিবার এই পেশায় জড়িত। তাঁতশিল্প ঘিরে কর্মসংস্থান হয়েছিল হাজার হাজার লোকের। নতুন বোয়া গ্রামের মল্লিক ব্রাদার্স অ্যান্ড সন্স’র মালিক আরিফ হোসেন (৩৫) বলেন, আমার দাদা তাঁতের কাজ করতেন। তার পর আমার বাবা এখন আমি এ ব্যবসা দেখাশোনা করছি। কঠোর লকডাউনে দেশের সব দোকানপাট বন্ধ। এ ছাড়া বিভিন্ন উৎসব আমাদের কাপড়ের চাহিদা বাড়ে। কিন্তু করোনার কারণে অনুষ্ঠানও বন্ধ। লাখ লাখ টাকার সুতা ও তৈরি করা কাপর নষ্ট হচ্ছে। আরিফের বাবা ইছাক আলী বলেন, আমার ঘরে কমপক্ষে ১০ লাখ টাকার শাড়ি কাপড় অবিক্রীত রয়েছে। অথচ মহাজনরা সুতার টাকার জন্য তাগাদা দিচ্ছেন। আমার মতো এমন অবস্থা এই এলাকার বহু তাঁত ব্যবসায়ীর। কোটি কোটি টাকার কাপড় আটকা পড়ে আছে। দ্রুত এগুলো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে। এ ছাড়া সুতাসহ অন্য কাঁচামালও নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকার তাঁতশিল্প একেবারে ধ্বংস হয়ে যাবে। সরকার সহজশর্তে ঋণ না দিলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। স্থানীয় বরাইদ ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, করোনার কারণে এখানকার তাঁতশিল্প বন্ধ থাকায় ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন। সাঁটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ ফটো বলেন, শত বছরের ঐতিহ্য এখানকার তাঁতশিল্প করোনার কারণে বন্ধ রয়েছে। তাদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যারা টাকার অভাবে তাঁতশিল্প চালু করতে পারবেন না, তাদের সহজশর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
শিরোনাম
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
করোনায় করুণ দশা তাঁতশিল্পের
লোকসান গুনছেন মালিকরা ।। বেকার শত শত শ্রমিক
কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম